Skip to main content

Posts

task of day 07

হোয়াইল লুপ ব্যবহার করে নিচের প্রোগ্রাম গুলো বাস্তবে ইমপ্লিমেন্ট করে দেখাও  ১। ১ থেকে ৫০ পর্যন্ত প্রিন্ট করে দেখাও  ২। ৫০ থেকে ১ পর্যন্ত উল্টা ভাবে প্রিন্ট করে দেখাও  ৩। তোমার নাম ৩০ বার প্রিন্ট করে দেখাও যার আউট পুট আসবে এভাবে  মনে করো তোমার নাম  "আবুল" তাহলে আউট পুট আসবে এভাবে -  ১ আবুল  ২ আবুল  ৩ আবুল ... এভাবে ৩০ বার   প্রতিটা প্রোগ্রাম এর শেষে অবশ্যই বাংলায় ব্যাখ্যা করে বলবে কীভাবে কি কাজ করলো তোমার প্রোগ্রামে । বাংলিশ শব্দ ব্যবহার করা যাবে না ।  তোমার প্রোগ্রাম টা কপি করে ডক ফাইলে পেস্ট করে তারপরে নিচে ব্যাখ্যা দিবে ।  আমাকে যখন মেইল করবে তখন মেইল এর সাবজেক্ট ফিল্ড এ এভাবে লিখবে । যেমন তোমার নাম  Mr. XYZ   কিন্তু আমি তোমাকে চিনি   ABC নামে ।  তাহলে সাবজেক্ট টা হবে এমন ঃ  TASK OF DAY 06 FROM ABC মেইল করবে এই ঠিকানায়  dev.nahin95@gmail.com

Task of day => 06

বাস্তবে প্রয়োগ করে দেখাও ঃ  ১ । এমন একটি প্রোগ্রাম লিখো যেখানে একটা ক্যারেকটার টাইপ অ্যারে থাকবে যার সাইজ থাকবে ৭ ।  আর তুমি ফর লুপ ব্যবহার করে ঐ অ্যারে তে ৭ টা ক্যারেকটার ঢুকাবে তারপরে আবার ফর লুপ ব্যবহার করে সেগুলা প্রিন্ট করে দেখাবে তোমার প্রোগ্রামে  । ২। একই কাজ করবে ইন্টিজার টাইপ একটা অ্যারে নিয়ে । সাইজ থাকবে ১৭ ।  ৩। একই কাজ করবে ফ্লোটিং টাইপ একটা অ্যারে নিয়ে । সাইজ থাকবে ২৩ ।  ৪। একই কাজ করবে স্ট্রিং টাইপ অ্যারে নিয়ে । সাইজ থাকবে ৫ ।  প্রতিটা প্রোগ্রাম এর শেষে অবশ্যই বাংলায় ব্যাখ্যা করে বলবে কীভাবে কি কাজ করলো তোমার প্রোগ্রামে । বাংলিশ শব্দ ব্যবহার করা যাবে না ।  তোমার প্রোগ্রাম টা কপি করে ডক ফাইলে পেস্ট করে তারপরে নিচে ব্যাখ্যা দিবে ।  আমাকে যখন মেইল করবে তখন মেইল এর সাবজেক্ট ফিল্ড এ এভাবে লিখবে । যেমন তোমার নাম  Mr. XYZ   কিন্তু আমি তোমাকে চিনি   ABC নামে ।  তাহলে সাবজেক্ট টা হবে এমন ঃ  TASK OF DAY 06 FROM ABC মেইল করবে এই ঠিকানায়  dev.nahin95@gmail.com

TASK OF DAY 05

১। একটি প্রোগ্রাম লিখো যেখানে  একটা ক্যারেকটার টাইপ অ্যারে তে ১০ টা ক্যারেকটার থাকবে ।  আর প্রতিটা ক্যারেকটারই ফর লুপ ব্যবহার করে ৫০ বার প্রিন্ট হবে প্রোগ্রাম টা রান করলে ।  ২।একটি প্রোগ্রাম লিখো যেখানে একটা ফ্লোটিং টাইপ অ্যারে এর মাঝে ২০ টা ভেলু থাকবে  আর সেখান থেকে ফর লুপ ব্যবহার করে লাস্ট এর ১৫ টা ভেলু প্রিন্ট করবে তোমার প্রোগ্রাম রান হলে ।  ৩। একটি প্রোগ্রাম লিখো যেখানে একটা ইন্টিজার টাইপ অ্যারে এর ভেতরে ২৫ টা নাম্বার থাকবে । কিন্তু  তুমি ফর লুপ ব্যবহার করে প্রথম ১৫ টা নাম্বার প্রিন্ট করবে সেখান থেকে ।  প্রতিটা প্রোগ্রাম এর শেষে অবশ্যই বাংলায় ব্যাখ্যা করে বলবে কীভাবে কি কাজ করলো তোমার প্রোগ্রামে । বাংলিশ শব্দ ব্যবহার করা যাবে না ।  তোমার প্রোগ্রাম টা কপি করে ডক ফাইলে পেস্ট করে তারপরে নিচে ব্যাখ্যা দিবে ।  আমাকে যখন মেইল করবে তখন মেইল এর সাবজেক্ট ফিল্ড এ এভাবে লিখবে । যেমন তোমার নাম  Mr. XYZ   কিন্তু আমি তোমাকে চিনি   ABC নামে ।  তাহলে সাবজেক্ট টা হবে এমন ঃ  TASK OF DAY 05 FROM ABC মেইল করবে এই ঠিকা...

Day - 04 Task

বাস্তবে প্রয়োগ করে দেখাওঃ ১ । ফর লুপ ব্যবহার করে   এমন একটি প্রোগ্রাম লিখো যেটা তোমার নাম ১০ বার প্রিন্ট করবে ২। ফর লুপ ব্যবহার করে এমন একটা প্রোগ্রাম লিখো যেটা ১ থেকে ১০ পর্যন্ত নাম্বার প্রিন্ট করবে   ৩ । একটা প্রোগ্রাম লিখো যেটা তে একটা স্ট্রিং টাইপ এরে নিয়ে এর ভেতরের প্রতি টা শব্দ ১০ বার করে প্রিন্ট করে দেখাবে ।   বিঃদ্রঃ প্রথমে তোমার প্রোগ্রাম এর কোড কপি পেস্ট করবে তারপরে প্রতিটা প্রোগ্রাম এর পরে কীভাবে সেটা কাজ করে আর কীভাবে সেটা করলে তা সুস্পষ্ট   বাংলা ভাষায় নিজের মতো করে বুঝিয়ে বলবে । তোমার করা কাজ টা অবশ্যই ডক ফাইলে দিবে । মেইল করবে এখানে   dev.nahin95@gmail.com  

Task of Day => 03

বাস্তবে ইমপ্লিমেন্ট করে ব্যাখ্যা সহ দেখাওঃ ১। এমন একটি প্রোগ্রাম লিখো যেখানে একটী ইন্টিজার টাইপ এরে থাকবে সেই এরে এর একটা সাইজ থাকবে সাইজ অনুযায়ী কিছু র‍্যাণ্ডম ভেলু ভেতরে ঢুকাবে । আর সেই এরে এর ৩ নাম্বার   ইন্ডেক্স এ যে ভেলু টা থাকবে প্রোগ্রাম রান করা হলে তোমার প্রোগ্রাম   সেটা প্রিন্ট করবে । ২। উপরের মতো ই একই কাজ করবে একটা ফ্লোটিং টাইপ এরে নিয়ে । সেখানে ৫ নাম্বার ইন্ডেক্স এ যে ভেলু টা আছে তা প্রিন্ট করে দেখাবে । ৩। অনুরূপ ভাবে ক্যারেক্টার টাইপের এরে নিয়েও সেইম কাজ করবে যেখানে ৮ নাম্বার ইন্ডেক্স এর ভেলু প্রিন্ট করবে তোমার প্রোগ্রাম । ৪। অনুরূপ ভাবে স্ট্রিং টাইপ এরে এর জন্য ও একই কাজ করবে । সেখানে প্রিন্ট করবে ১০ নাম্বার ইন্ডেক্স এর ভেলু ।   যা যা করবে তা তা ই নিজের ভাষায় প্রতিটি প্রোগ্রাম এর শেষে বাংলায় ব্যাখ্যা করে দিবে । তোমার করা টাস্ক মেইল করবে এখানে  dev.nahin95@gmail.com

Task of Day =>02

বাস্তবে ইমপ্লিমেন্ট করে দেখাওঃ ১। একটা প্রোগ্রাম লিখো যেখানে তোমার নাম,মেইল এড্রেস ,তোমার ফোন নাম্বার প্রিন্ট করবে     ২। একটা প্রোগ্রাম লিখো যেখানে প্রোগ্রাম টা রান করার পরে ইউজার থেকে ইন্টিজার টাইপ ডেটা নেয়া যাবে আবার পরে তা প্রিন্ট করে দেখাবে প্রোগ্রাম টা   ৩। একটা প্রোগ্রাম লিখো যেখানে ইউজার থেকে ফ্লোটিং টাইপ ডেটা নেয়া যাবে আর সেটাও প্রিন্ট করে দেখাবে তোমার প্রোগ্রাম   ৪। একটা প্রোগ্রাম লিখো যেখানে ইউজার থেকে একটা ক্যারেক্টার নেয়া যাবে আর সেটা প্রিন্ট করে দেখাবে তোমার প্রোগ্রাম আর প্রত্যেকটা প্রোগ্রাম লিখার পরে সেটা কীভাবে করলে তা বাংলা তে বলে দিবে । তোমার প্রোগ্রামের ভেতরে কোন জিনিশ টা কীভাবে কাজ করছে তা বলবে । আর প্রোগ্রাম এর স্ক্রিন শট দেয়া লাগবে না । প্রোগ্রাম রান করলে সেটা কপি করে তোমার ডক ফাইলে পেস্ট করে দিবে । প্রথমে প্রোগ্রাম থাকবে তারপরে থাকবে তোমার নিজের কথা ,কীভাবে কি করলে । এভাবে প্রতিটা প্রশ্নের উত্তর দিবে । প্রথমে প্রোগ্রাম তারপরে তোমার কথা ।  যাদের লেখা সব চাইতে সুন্দর আর গুছানো হবে তাদের টাই এপ  এ পাব্লিশ করা হবে...

Task of => Day - 01

সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্নের উত্তর দাওঃ  ১। আমরা এখন পর্যন্ত সি ল্যাংগুয়েজ এর কত ধরণের ডেটা টাইপ সম্পর্কে জানতে পেরেছি ?  ২। সেগুলো কি কি ?? ৩। ভ্যারিয়েবল বলতে তুমি কি বুঝ ?  ৪। একটা প্রোগ্রাম এ কখন ভ্যারিয়েবল এর দরকার পড়ে  ?  ৫। #include<stdio.h> এই জিনিশ টা কে কি চেনা চেনা লাগে  ? যদি লেগে থাকে তাইলে কোথায় তার সাথে প্রথম দেখা হয় তোমার ? একটা প্রোগ্রামের কোন অংশে সে থাকে ? আর কেনই বা থাকে ?  সে না থাকলে তোমার কি অসুবিধা হতে পারতো ?  ৬। কোনো ওয়ার্ড দ্বারা ফাংশন বুঝাচ্ছে কিনা সেটা আমাকে কেমনে বুঝাবা তুমি ?  ৭। একটা প্রোগ্রামের ভেতরে যা ইচ্ছা তাই করবো । আমার প্রোগ্রাম আমি করবো । তবে অবশ্যই কাজ গুলা কোন ফাংশনের আন্ডারে করতে হবে ?? ৮। ক্যারেক্টার বলতে আমি তোমার চরিত্র কে বুঝি , কিন্তু সি প্রোগ্রামিং এ আসলেই কি সেটা বলতে চরিত্র বুঝায় ? আমার ভুল ধারণা কে কীভাবে ভাংবে ?  বাস্তবে কিছু জিনিশ ইমপ্লিমেন্ট করে দেখাওঃ   মনে করো আজকে তুমি ফেইসবুক একাউন্ট খুলবে । তার জন্য তোমার প্রয়োজন  -নাম -তোমার ইমেইল এড্রেস  -তোমার এইজ ...