১। একটি প্রোগ্রাম লিখো যেখানে
একটা ক্যারেকটার টাইপ অ্যারে তে ১০ টা ক্যারেকটার থাকবে ।
আর প্রতিটা ক্যারেকটারই ফর লুপ ব্যবহার করে ৫০ বার প্রিন্ট হবে প্রোগ্রাম টা রান করলে ।
২।একটি প্রোগ্রাম লিখো যেখানে একটা ফ্লোটিং টাইপ অ্যারে এর মাঝে ২০ টা ভেলু থাকবে
আর সেখান থেকে ফর লুপ ব্যবহার করে লাস্ট এর ১৫ টা ভেলু প্রিন্ট করবে তোমার প্রোগ্রাম রান হলে ।
৩। একটি প্রোগ্রাম লিখো যেখানে একটা ইন্টিজার টাইপ অ্যারে এর ভেতরে ২৫ টা নাম্বার থাকবে । কিন্তু
তুমি ফর লুপ ব্যবহার করে প্রথম ১৫ টা নাম্বার প্রিন্ট করবে সেখান থেকে ।
প্রতিটা প্রোগ্রাম এর শেষে অবশ্যই বাংলায় ব্যাখ্যা করে বলবে কীভাবে কি কাজ করলো তোমার প্রোগ্রামে ।
বাংলিশ শব্দ ব্যবহার করা যাবে না ।
তোমার প্রোগ্রাম টা কপি করে ডক ফাইলে পেস্ট করে তারপরে নিচে ব্যাখ্যা দিবে ।
আমাকে যখন মেইল করবে তখন মেইল এর সাবজেক্ট ফিল্ড এ এভাবে লিখবে । যেমন তোমার নাম
Mr. XYZ
কিন্তু আমি তোমাকে চিনি ABC নামে ।
তাহলে সাবজেক্ট টা হবে এমন ঃ
TASK OF DAY 05 FROM ABC
মেইল করবে এই ঠিকানায়
dev.nahin95@gmail.com