Skip to main content

Posts

dur theke

Sisimpur theme song

Dil Doriya - Bhumi - Lyrics

অপেক্ষা

Nikosh kalo ei adhare

Tomake warfaze lyrics

অবাক ভালোবাসায়

আমি তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও...

আমার চোখের সামনে দিয়েই বদলে গেছি আমি নিয়ম হলো যা হারালো হারিয়ে গেলেই দামী.....

হঠাৎ করেই চোখ পড়েছে আমার প’রে আমার মাঝখানে তো পাইনি সময় একটুখানি থামার পেছনটাতে চোখ বুলাতে ঘামছি মনে মনে আড়চোখেতে সেই আমি’কে দেখছি সংগোপনে আমার চোখের সামনে দিয়েই বদলে গেছি আমি নিয়ম হলো যা হারালো হারিয়ে গেলেই দামী ইর্ষা ভরে তাকাই আমি সেই আমি’টার দিকে এই আমি’টা কেমন যেন পানসে, কেমন ফিকে আমারই তো সেই দু’টো চোখ উচ্ছলতায় ভরা খরায় জরায় সবুজ শুন্য এ চোখ স্বপ্নহারা সময় যেন স্বপ্ন মোছার পা মাড়ানো পাপোষ সেই আমি’টার সঙ্গে আমার আর কি হবে আপোষ আমার যত সবুজ ছিল আর কি ফিরে পাবো সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকেই যাব ...

ও ঝরা পাতা ও ঝরা পাতাগো তোমার সাথে আমার রাত পোহানো কথাগো তোমার সাথে আমার দিন কাটানো কথা ....

ও ঝরা পাতা ও ঝরা পাতাগো তোমার সাথে আমার রাত পোহানো কথাগো তোমার সাথে আমার দিন কাটানো কথা হলুদ পাতার বুকে দিলো সবুজ পাতা চুম্। আর… শুকনো পাতা নূপুর পায়ে রুমঝুম… রুমঝুম… রুমঝুম। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোঁবে পাখির সাথে মেললো ডানা সূর্য উঠলো পূবে। আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয় পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো। ও ঝরা পাতা… পাতায় পাতায় কাব্য গাঁথা পাতায় লেখা গান। শিরায় শিরায় স্বপ্ন আমার ভীষণ অভিমান। কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো আমার বসত অন্ধকারে তোরা থাকিস ভালো।

চাদের আলো যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা যত ভালোবাসী তারে দুরে রয়ে যাব, তত আমি জেনেছি....

এক পায়ে নুপুর আমার অন্য পা খালি এক পাশে সাগর , এক পাশে বালি তোমার ছোট তরী বল নেবে কি ? বলবনা আকাশের চাদ এনে দেব বলবনা তুমি রাজকন্যা সুধু জিগ্গেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা আমার ছোট তরী বল যাবে কি ? নয় মিছে আশা, নয় সুধু ভালবাসা নয় অকারণ প্রেমে অন্ধ জানি তুমি আমি আমাদের তরী আজো বায় এক বন্ধুত্ব তোমার ছোট তরী বল নেবে কি ? চাদের আলো যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা যত ভালোবাসী তারে দুরে রয়ে যাব, তত আমি জেনেছি এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর , এক পাশে বালি তোমার ছোট তরী বল নেবে কি ?

যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ......

যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে -কানাচ আঙুলের কোলে জ্বলে জোনাকি জলে হারিয়েছি কান শোনা কি? জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘ চোখে রেখো এ আবেগ যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে -কানাচ ... যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে -কানাচ আঙুলের কোলে জ্বলে জোনাকি জলে হারিয়েছি কান শোনা কি? জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘ চোখে রেখো এ আবেগ যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে ... ... যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে -কানাচ আঙুলের কোলে জ্বলে জোনাকি জলে হারিয়েছি কান শোনা কি? জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘ চোখে রেখো এ আবেগ যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ

এমন চেনা চিনবে লোকে ,তাকানো যাবে না চোখে .....

দেবী.....

এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা. আকাশটার সাথে নাই জানাশোনা... এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা. আকাশটার সাথে নাই জানাশোনা... আমি তোর. প্রেমেতে অন্ধ ছিলো চোখ কান সব বন্ধ..... থেমে গেছে জীবনের লেনাদেনা..! সেই পুরোনো রাস্তাটায়. আজ একা একা হেটে যাই হচ্ছনা হিসাবের বনিবনা... এখন এমনি করে ভালো কেমন করে বাসি অন্য কোনো পাখিকে ।।।।। তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে.. যেতি,,,, আমাকে......... এই দুপুর রোদের ভিড়ে একটু খিদে পেলে তোর নাম্বারটায় ফোনতো আর ঢোকেনা... তুই তো জানিস ঠিক তুই ছাড়া আমার মুখের অমৃতটাও একা রোচেনা..... মাঝরাতে তোর SMS er Tone আমার গভীর ঘুম টাকে আর ভাঙ্গায় না ব্যস্ত নগড়ে আমার বুকের গভীরে তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না,,,,, এখন এমনি শত যন্ত্রনা কেমনি করে বলি অন্য কোনো সাথীকে,,,,, তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে.. যেতি,,,, কতনা ভাল হত তু্ই আসতি যদি ফিরে স্বপ্ন দিয়ে মোড়া এই ভালবাসার নীড়ে আজীবন হয়ে রইরাম আমি তোর কৃতদাস...... ইহকাল টাই করে দিতাম তোর জা...

ভাবনার ওপারে থাকে সবারি কেউ একজন....

চির অধরা

অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালবাসবো তোমায় ভালবাসবো তোমায় তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন হবেনা মলিন… ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালবাসবো তোমায় ভালবাসবো তোমায় হাজার বছর এমনি করে আকাশের চাঁদটা আলো দেবে আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে তবু এই অসহায় আমি ভালবাসবো তোমাকে শুধু যে তোমাকে ভালবাসবো তোমাকে

সে আমারে আমার হতে দেয় না। কার কপালের টিপ কার হয়ে যায় !

ঘুম আসে না রাতে আমার ঘুমাই না ভোরে

A প্রায় রাতেই গান টা শোনা হয় আমার , ভালো লাগে যখন চারিদিকে শুনশান নীরবতা আর আমি এক মনে কাজ করি আর ব্যাকগ্রাউন্ড এ গান টা হালকা সাউন্ড এ বাজে । অসাধারণ এক কষ্ট অনুভব করি । মাঝে মাঝে কষ্ট অনুভব করাটাও অনেক সুখের ব্যাপার । কেমন যেনো একটা ঘোর তৈরী হয় আমার মাঝে । সযত্নে রূপান্তরিত হই অন্য সত্ত্বায় ...

আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না |

আমি কি তোমায় খুব বিরক্ত করছি