বাস্তবে ইমপ্লিমেন্ট
করে দেখাওঃ
১। একটা প্রোগ্রাম
লিখো যেখানে তোমার
নাম,মেইল এড্রেস
,তোমার ফোন নাম্বার প্রিন্ট করবে
২। একটা প্রোগ্রাম
লিখো যেখানে
প্রোগ্রাম টা
রান করার পরে ইউজার থেকে ইন্টিজার টাইপ ডেটা নেয়া যাবে আবার
পরে তা প্রিন্ট
করে দেখাবে প্রোগ্রাম টা
৩। একটা প্রোগ্রাম
লিখো যেখানে ইউজার থেকে
ফ্লোটিং টাইপ
ডেটা নেয়া যাবে আর সেটাও প্রিন্ট করে দেখাবে তোমার প্রোগ্রাম
৪। একটা প্রোগ্রাম
লিখো যেখানে
ইউজার থেকে
একটা ক্যারেক্টার নেয়া যাবে আর সেটা প্রিন্ট করে দেখাবে তোমার প্রোগ্রাম
আর প্রত্যেকটা
প্রোগ্রাম লিখার পরে সেটা কীভাবে করলে তা বাংলা তে বলে দিবে । তোমার প্রোগ্রামের ভেতরে
কোন জিনিশ টা কীভাবে কাজ করছে তা বলবে । আর প্রোগ্রাম এর স্ক্রিন শট দেয়া লাগবে না
।
প্রোগ্রাম রান
করলে সেটা কপি করে তোমার ডক ফাইলে পেস্ট করে দিবে ।
প্রথমে প্রোগ্রাম থাকবে তারপরে থাকবে তোমার নিজের কথা ,কীভাবে কি করলে ।
এভাবে প্রতিটা প্রশ্নের উত্তর দিবে । প্রথমে প্রোগ্রাম তারপরে তোমার কথা ।
যাদের লেখা সব চাইতে সুন্দর আর গুছানো হবে তাদের টাই এপ এ পাব্লিশ করা হবে
আমাকে তোমার হোম ওয়ার্ক এই মেইল এ দিবে ডক ফাইলে
dev.nahin95@gmail.com