Skip to main content

Posts

সব আলো নিভে যাক আঁধারে

. সব আলো নিভে যাক আঁধারে শুধু জেগে থাক ঐ দুরের তারারা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে সব বেদনা মুছে যাক স্থিরতায় হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাড়িয়েছে মহাকাল এখানে শুভ্র বালুর সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনি হিরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায় অবাক ভালোবাসায় সব আলো নিভে যাক আঁধারে শুধু জেগে থাক ঐ দুরের তারারা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে সব কষ্ট বয়ে যাক সুখের ঝড় হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাড়িয়েছে মহাকাল এখানে শুভ্র বালুর সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনি হিরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় ...

ভালোবাসা বাকি আছে তোমার আমার কাছে....

* ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে তার রঙ লেগে আছে অবুঝের পেনসিল ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে তার রঙ লেগে আছে অবুঝের পেনসিল ভালোবাসা বাকি আছে তোমার আমার কাছে যা চেয়েছো দিতে আমি পারিনা আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা এত প্রেম কাছে এসে এলোনা যদি কোনোদিন তুমি দু হাত দিয়ে ঝিনুক কোড়াও নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ী মাঝরাতে .... আমি তোমার কথা বলবো কাকে ? হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে সাড়া দিতে এত ...

আমি তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও...

* আমি তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও... আমি স্বপ্নে তোমায় দেখে ঘুমিয়ে যখন রই স্মৃতিতে এসো তুমি যদি দিশেহারা হই একা হয়ে যাই আমি স্বপ্ন স্মৃতি ছাড়া তুমি ছাড়া মনে হয় আমি তো আমি নই তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও... তুমি যদি ভালো থাক কষ্টে আমি রই স্বার্থপর এই আমি তোমার সুখে সুখী নই... ভেবেছি অনেক আগে দুজনে হাটবো পাশে একা আমি হাটি ভাবি তোমাকে পাবো কই তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও আমি তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও...

আমার চোখের সামনে দিয়েই বদলে গেছি আমি নিয়ম হলো যা হারালো হারিয়ে গেলেই দামী

* হঠাৎ করেই চোখ পড়েছে আমার প’রে আমার মাঝখানে তো পাইনি সময় একটুখানি থামার পেছনটাতে চোখ বুলাতে ঘামছি মনে মনে আড়চোখেতে সেই আমি’কে দেখছি সংগোপনে আমার চোখের সামনে দিয়েই বদলে গেছি আমি নিয়ম হলো যা হারালো হারিয়ে গেলেই দামী ইর্ষা ভরে তাকাই আমি সেই আমি’টার দিকে এই আমি’টা কেমন যেন পানসে, কেমন ফিকে আমারই তো সেই দু’টো চোখ উচ্ছলতায় ভরা খরায় জরায় সবুজ শুন্য এ চোখ স্বপ্নহারা সময় যেন স্বপ্ন মোছার পা মাড়ানো পাপোষ সেই আমি’টার সঙ্গে আমার আর কি হবে আপোষ আমার যত সবুজ ছিল আর কি ফিরে পাবো সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকেই যাব ...

যদি বলি তুমি সেই রোদ.. মুঠোয় ভরে ছড়াই প্রতিদিন..

* যদি বলি তুমি সেই রোদ.. মুঠোয় ভরে ছড়াই প্রতিদিন.. তুমি সেই ভোরে চোখের কোণে.. তোমায় ছাড়া ভাবনারা কঠিন.. তোমাকে দেব না হারাতে.. হোক তা আলোকবর্ষ দূর.. ডুবে যাব তোমার মন পাড়ায়.. বেঁধেছ হাতে হাত রেখে.. বন্ধু.. তুমি একটা ভোর হয়ে যাও কোন.. তোমার চোখে আমার দিন সাজাই.. ভর দুপুর শান্ত বিকেলে তোমার.. আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে পালাই.. তাই তোমাকে চাই যেনো তুমি.. আমার নিশি দিন জেগে থাকায়.. পথের শুরু বা শেষের আলোয়.. দেখি আবির রঙ্গের মায়ায়..

অবাক চাদের আলোয় দেখ ভেসে যায় আমাদের পৃথিবী....

* অবাক চাদের আলোয় দেখ ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছি তোমার নিস্পাপ মুখ খানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝি নি কভু সেই মায়া ত আমার তরে নয় ভুল গুলো জমিয়ে রেখে বুকের মনিকোঠায় আপন মনের আড়াল থেকে… ভালবাসব তোমায়…ভালবাসব তোমায় তোমার চির চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে এক বার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে ডাকবেনা তুমি আমায় জানি কোনদিন তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন হাজার বছর এমনি করে আকাআহের চাদ টা আলো দেবে, আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে, তবুও এ অসহায় আমি ভালবাসবো তোমাকে, শুধু যে তোমাকে… ভালবাসবো তোমাকেই

ও ঝরা পাতা

ও ঝরা পাতা ও ঝরা পাতাগো তোমার সাথে আমার রাত পোহানো কথাগো তোমার সাথে আমার দিন কাটানো কথা হলুদ পাতার বুকে দিলো সবুজ পাতা চুম্। আর… শুকনো পাতা নূপুর পায়ে রুমঝুম… রুমঝুম… রুমঝুম। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোঁবে পাখির সাথে মেললো ডানা সূর্য উঠলো পূবে। আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয় পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো। ও ঝরা পাতা… পাতায় পাতায় কাব্য গাঁথা পাতায় লেখা গান। শিরায় শিরায় স্বপ্ন আমার ভীষণ অভিমান। কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো আমার বসত অন্ধকারে তোরা থাকিস ভালো।

সে আমারে আমার হতে দেয় না....

সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না কার কপালের টিপ কার কপালের টিপ কার হয়ে যায় চলে গিয়ে ভুল করেছে ভুল করে সে ফুল হয়ে যায় ভুল করে সে ফুল হয়ে যায় সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না কোন সে ভারে নুইয়ে পরে কুয়া তলে নৌকা দোলে সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না কোন সে রাতে আঁচল নাচে শীতের রাতে পিঠা উড়ে সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না কার কপালের টিপ কার কপালের টিপ কার হয়ে যায় চলে গিয়ে ভুল করেছে ভুল করে সে ফুল হয়ে যায় ভুল করে সে ফুল হয়ে যায় সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না

আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না |

আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না | আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না | আমার কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট কেউ ভাঙতে পারে না | শহরে বৃষ্টি নামে,জল জমে রাস্তায়, নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়, কাঁচের বয়ামে রাখা ভালোবাসা যতনের, হঠাৎ শব্দ শোনে মহীরুহ পতনের... তুমি আমি মুখোমুখি , নীরবতা পালনের গান শুনে যাই| আমার দুঃখগুলো ঝাঁপটায় ডানা, সুনীল আকাশ তবু, উড়তে পারে না| নিঃমেষে মিলিয়ে যায় পাল তোলা দিনগুলো, ফাঁকা পথটা নিরথ, সারা গায়ে স্মৃতিধুলো, একটা আঁচড়ে সব স্বপ্নেরা পিষে যায়, অমরত্বের দাবি সমুদ্রে মিশে যায়, তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান শুনে যায়| আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না | আমার কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট কেউ ভাঙতে পারে না

আজ রাতে কোনো রুপকথা নেই

গীতিকবিতাঃ [ চাঁদমামা আজ বড্ড একা বড় হয়েছি আমি রোজ রাতে আর হয়না কথা হয়না নেয়া হামি (২) ] রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ ও বুড়ি, তুই আছিস কেমন হয়না নেওয়া খোঁজ [ কোথায় গেলো সে রুপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ সে ঘোড়া (২) ] কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই, কোন দৈত্যদানো সব যে কেড়ে নিলি কেরে তুই, কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই, কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে তুই কেরে , তুই কেরে সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই, কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে [ আলাদিন আর জাদুর জীনি আমায় ডাকছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সময় যে নেই কোনো (২) ] আলীবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে সিনবাদটা, একলা বসে আছে সাগর তীরে [ সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি (২) ] কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই, কোন দৈত্যদানো সব যে কেড়ে নিলি কেরে তুই, কেরে তুই...

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি - তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি - তুমি আসবে বলে জাকির হুসেইন ভুল করে ফেলে তালে তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে - তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে - তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি - তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কতনা ভন্ড বাবা - তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাড় তুমি আসবে বলে ঈশান কোনেতে জমেছে অন্ধকার - তুমি আসবে বলে বখাটে ছেলেটা শিষ দিতে দিতে দেয়নি তুমি আসবে বলে আমার কলম এখনও বিক্রি হয়নি তুমি আসবে বলেই