সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্নের উত্তর দাওঃ
১। আমরা এখন পর্যন্ত সি ল্যাংগুয়েজ এর কত ধরণের ডেটা টাইপ সম্পর্কে জানতে পেরেছি ?
২। সেগুলো কি কি ??
৩। ভ্যারিয়েবল বলতে তুমি কি বুঝ ?
৪। একটা প্রোগ্রাম এ কখন ভ্যারিয়েবল এর দরকার পড়ে ?
৫। #include<stdio.h> এই জিনিশ টা কে কি চেনা চেনা লাগে ? যদি লেগে থাকে তাইলে কোথায় তার সাথে প্রথম দেখা হয় তোমার ? একটা প্রোগ্রামের কোন অংশে সে থাকে ? আর কেনই বা থাকে ?
সে না থাকলে তোমার কি অসুবিধা হতে পারতো ?
৬। কোনো ওয়ার্ড দ্বারা ফাংশন বুঝাচ্ছে কিনা সেটা আমাকে কেমনে বুঝাবা তুমি ?
৭। একটা প্রোগ্রামের ভেতরে যা ইচ্ছা তাই করবো । আমার প্রোগ্রাম আমি করবো । তবে অবশ্যই কাজ গুলা কোন ফাংশনের আন্ডারে করতে হবে ??
৮। ক্যারেক্টার বলতে আমি তোমার চরিত্র কে বুঝি , কিন্তু সি প্রোগ্রামিং এ আসলেই কি সেটা বলতে চরিত্র বুঝায় ? আমার ভুল ধারণা কে কীভাবে ভাংবে ?
বাস্তবে কিছু জিনিশ ইমপ্লিমেন্ট করে দেখাওঃ
মনে করো আজকে তুমি ফেইসবুক একাউন্ট খুলবে । তার জন্য তোমার প্রয়োজন
-নাম
-তোমার ইমেইল এড্রেস
-তোমার এইজ
-তোমার ফোন নাম্বার
-একটা পাসওয়ার্ড
তোমার এই জিনিশ গুলা ফেইসবুক এর জুকার মামা ও তার সহকারী রা তাদের কম্পিউটার এ প্রোগ্রামের মাধ্যমে সেইভ করার সময় কোন ডেটা কোন টাইপ ভেরিয়েবল এ রাখবে ? আর কেনই বা রাখবে ?
মনে করো ওরা একদিনের জন্য এসব কিছু ভুলে গেছে তাই তোমাকে ফেইসবুক এ নিয়োগ দেয়া হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে । তুমি এখন তোমার এই তথ্য গুলা কীভাবে প্রোগ্রামের ভেতরে রাখবে
বাস্তবে দেখাও …
আর কোন কাজ টা কেন করলে অবশ্যই সাথে সাথে ব্যাখ্যা দিয়ে দিবে । কারণ ,যেটা ব্যাখ্যা করা যায় না প্রোগ্রামিং এ সেটার স্থান নেই ।
তোমার করা টাস্ক টা
dev.nahin95@gmail.com
এই মেইল এড্রেস এ ডকুমেন্ট আকারে মেইল করে দিবে আমাকে আজ রাত ১২টার আগে ।
কোনো বাংলিশ শব্দ ব্যাবহার করতে পারবে না । সব গুলো উত্তর ই সুস্পষ্ট বাংলায় দিবো আমরা ।
সেজন্য মাইক্রো সফট ওয়ার্ড এর সাহায্য নিবো ।