বাস্তবে প্রয়োগ
করে দেখাওঃ
১ । ফর লুপ
ব্যবহার করে এমন একটি প্রোগ্রাম লিখো যেটা
তোমার নাম ১০ বার প্রিন্ট করবে
২। ফর লুপ ব্যবহার
করে এমন একটা প্রোগ্রাম লিখো যেটা ১ থেকে ১০ পর্যন্ত নাম্বার প্রিন্ট করবে
৩ । একটা প্রোগ্রাম লিখো
যেটা তে একটা স্ট্রিং টাইপ এরে নিয়ে এর ভেতরের প্রতি টা শব্দ ১০ বার করে প্রিন্ট করে
দেখাবে ।
বিঃদ্রঃ প্রথমে
তোমার প্রোগ্রাম এর কোড কপি পেস্ট করবে তারপরে প্রতিটা প্রোগ্রাম এর পরে কীভাবে সেটা
কাজ করে আর কীভাবে সেটা করলে তা সুস্পষ্ট বাংলা
ভাষায় নিজের মতো করে বুঝিয়ে বলবে ।
তোমার করা কাজ
টা অবশ্যই ডক ফাইলে দিবে ।
মেইল করবে এখানে dev.nahin95@gmail.com