Skip to main content

Task of day => 06



বাস্তবে প্রয়োগ করে দেখাও ঃ 

১ । এমন একটি প্রোগ্রাম লিখো যেখানে একটা ক্যারেকটার টাইপ অ্যারে থাকবে যার সাইজ থাকবে ৭ । 
আর তুমি ফর লুপ ব্যবহার করে ঐ অ্যারে তে ৭ টা ক্যারেকটার ঢুকাবে তারপরে আবার ফর লুপ ব্যবহার করে সেগুলা প্রিন্ট করে দেখাবে তোমার প্রোগ্রামে  ।

২। একই কাজ করবে ইন্টিজার টাইপ একটা অ্যারে নিয়ে । সাইজ থাকবে ১৭ । 

৩। একই কাজ করবে ফ্লোটিং টাইপ একটা অ্যারে নিয়ে । সাইজ থাকবে ২৩ । 

৪। একই কাজ করবে স্ট্রিং টাইপ অ্যারে নিয়ে । সাইজ থাকবে ৫ । 




প্রতিটা প্রোগ্রাম এর শেষে অবশ্যই বাংলায় ব্যাখ্যা করে বলবে কীভাবে কি কাজ করলো তোমার প্রোগ্রামে ।
বাংলিশ শব্দ ব্যবহার করা যাবে না । 


তোমার প্রোগ্রাম টা কপি করে ডক ফাইলে পেস্ট করে তারপরে নিচে ব্যাখ্যা দিবে । 


আমাকে যখন মেইল করবে তখন মেইল এর সাবজেক্ট ফিল্ড এ এভাবে লিখবে । যেমন তোমার নাম 

Mr. XYZ  

কিন্তু আমি তোমাকে চিনি   ABC নামে । 
তাহলে সাবজেক্ট টা হবে এমন ঃ 

TASK OF DAY 06 FROM ABC

মেইল করবে এই ঠিকানায় 

dev.nahin95@gmail.com