Skip to main content

Task of Day => 03


বাস্তবে ইমপ্লিমেন্ট করে ব্যাখ্যা সহ দেখাওঃ

১। এমন একটি প্রোগ্রাম লিখো

যেখানে একটী ইন্টিজার টাইপ এরে থাকবে

সেই এরে এর একটা সাইজ থাকবে

সাইজ অনুযায়ী কিছু র‍্যাণ্ডম ভেলু ভেতরে ঢুকাবে । আর সেই এরে এর

৩ নাম্বার  ইন্ডেক্স এ যে ভেলু টা থাকবে প্রোগ্রাম রান করা হলে

তোমার প্রোগ্রাম  সেটা প্রিন্ট করবে ।

২। উপরের মতো ই একই কাজ করবে

একটা ফ্লোটিং টাইপ এরে নিয়ে । সেখানে ৫ নাম্বার ইন্ডেক্স এ যে ভেলু টা আছে তা প্রিন্ট করে দেখাবে ।

৩। অনুরূপ ভাবে ক্যারেক্টার টাইপের এরে নিয়েও সেইম কাজ করবে যেখানে ৮ নাম্বার ইন্ডেক্স এর ভেলু প্রিন্ট করবে তোমার প্রোগ্রাম ।

৪। অনুরূপ ভাবে স্ট্রিং টাইপ এরে এর জন্য ও একই কাজ করবে । সেখানে প্রিন্ট করবে ১০ নাম্বার ইন্ডেক্স এর ভেলু ।

 

যা যা করবে তা তা ই নিজের ভাষায় প্রতিটি প্রোগ্রাম এর শেষে বাংলায় ব্যাখ্যা করে দিবে ।

তোমার করা টাস্ক মেইল করবে এখানে 

dev.nahin95@gmail.com