Skip to main content

আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না |

  আমার দুঃখগুলো কাছিমের মতো
  গুটি গুটি পায়ে আর এগোতে পারে না |
  আমার দুঃখগুলো কাছিমের মতো
  আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না |
  আমার কষ্টগুলো ডালিমের মতো
  লালের জমাট কেউ ভাঙতে পারে না |
  
  শহরে বৃষ্টি নামে,জল জমে রাস্তায়,
  নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়,
  কাঁচের বয়ামে রাখা ভালোবাসা যতনের,
  হঠাৎ শব্দ শোনে মহীরুহ পতনের...
  
  তুমি আমি মুখোমুখি ,
   নীরবতা পালনের গান
  শুনে যাই|
  
  আমার দুঃখগুলো ঝাঁপটায় ডানা,
  সুনীল আকাশ তবু,
  উড়তে পারে না|
  
  নিঃমেষে মিলিয়ে যায় পাল তোলা দিনগুলো,
  ফাঁকা পথটা নিরথ, সারা গায়ে স্মৃতিধুলো,
  একটা আঁচড়ে সব স্বপ্নেরা পিষে যায়,
  অমরত্বের দাবি সমুদ্রে মিশে যায়,
  তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান শুনে যায়|
  
  আমার দুঃখগুলো কাছিমের মতো
  গুটি গুটি পায়ে আর এগোতে পারে না |
  আমার কষ্টগুলো ডালিমের মতো
  লালের জমাট কেউ ভাঙতে পারে না