*
আমি তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও... আমি স্বপ্নে তোমায় দেখে ঘুমিয়ে যখন রই স্মৃতিতে এসো তুমি যদি দিশেহারা হই একা হয়ে যাই আমি স্বপ্ন স্মৃতি ছাড়া তুমি ছাড়া মনে হয় আমি তো আমি নই তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও... তুমি যদি ভালো থাক কষ্টে আমি রই স্বার্থপর এই আমি তোমার সুখে সুখী নই... ভেবেছি অনেক আগে দুজনে হাটবো পাশে একা আমি হাটি ভাবি তোমাকে পাবো কই তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও আমি তোমায় না দেখি তুমি আমার না হও আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও...