Skip to main content

অবাক চাদের আলোয় দেখ ভেসে যায় আমাদের পৃথিবী....

*

        অবাক চাদের আলোয় দেখ ভেসে যায় আমাদের পৃথিবী
        আড়াল হতে দেখেছি তোমার
        নিস্পাপ মুখ খানি
        
        
        
        ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
        বুঝি নি কভু সেই মায়া ত আমার তরে নয়
        
        
        ভুল গুলো জমিয়ে রেখে বুকের মনিকোঠায়
        আপন মনের আড়াল থেকে…
        ভালবাসব তোমায়…ভালবাসব তোমায়
        
        তোমার চির চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
        এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে
        চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
        এক বার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে
        ডাকবেনা তুমি আমায় জানি কোনদিন
        তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
        
        হাজার বছর এমনি করে আকাআহের চাদ টা আলো দেবে,
        আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে,
        তবুও এ অসহায় আমি ভালবাসবো তোমাকে, শুধু যে তোমাকে…
        ভালবাসবো তোমাকেই