Skip to main content

তুমি আসবে বলেই

  তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
  তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
  -
  তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি
  তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
  -
  তুমি আসবে বলে জাকির হুসেইন ভুল করে ফেলে তালে
  তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
  -
  তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
  তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে
  -
  তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
  তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি
  -
  তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
  তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কতনা ভন্ড বাবা
  -
  তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাড়
  তুমি আসবে বলে ঈশান কোনেতে জমেছে অন্ধকার
  -
  তুমি আসবে বলে বখাটে ছেলেটা শিষ দিতে দিতে দেয়নি
  তুমি আসবে বলে আমার কলম এখনও বিক্রি হয়নি
  তুমি আসবে বলেই