Skip to main content

ঘুম আসে না রাতে আমার ঘুমাই না ভোরে

A প্রায় রাতেই গান টা শোনা হয় আমার , ভালো লাগে যখন চারিদিকে শুনশান নীরবতা আর আমি এক মনে কাজ করি আর ব্যাকগ্রাউন্ড এ গান টা হালকা সাউন্ড এ বাজে । অসাধারণ এক কষ্ট অনুভব করি । মাঝে মাঝে কষ্ট অনুভব করাটাও অনেক সুখের ব্যাপার । কেমন যেনো একটা ঘোর তৈরী হয় আমার মাঝে । সযত্নে রূপান্তরিত হই অন্য সত্ত্বায় ...