Skip to main content

একজন মানুষের জীবনের মূল লক্ষ্য কী ?


একজন মানুষের জীবনের মূল লক্ষ্য কী?
আপনার শরীরের বর্ণ কালো কিন্তু আপনি কুৎসিত নন।
আপনি খাটো কিন্তু অসুন্দর নন।
ঈশ্বর যে রূপে আপনাকে দেখতে চেয়েছে আপনি সেই রূপ নিয়েই আছেন।
আপনি প্রকৃতির শ্রেষ্ঠ পরিকল্পনা।
আপনাকে কোনো মানুষ বানায়নি,
আপনাকে কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেননি ৷
কোনো পেইন্টার আপনাকে রঙ দেয়নি।
আপনাকে সৃষ্টি করেছেন ঈশ্বর।
গর্বিত হোন অনুতপ্ত নয়।

আপনি গরীব ঘরে জন্মেছেন ।
এটা আপনার অসহায়ত্ব নয় ।
ঈশ্বর হয়তো চেয়েছেন আপনার হাতেই একটা পরিবারের আর্থিক স্বচ্ছলতা আসুক ।
আপনাকে হয়তো তেমন একটা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে,
যে শক্তিতে একটা অসহায়, গরীব পরিবারকে ধনীর তালিকায় নাম তুলে দিতে পারেন আপনি নিজে ।
তিনি হয়তো এভাবেই আপনাকে অনেকের কাছে আইকন বানাতে চেয়েছেন ।
আপনি এমন এক পরিবারে জন্মেছেন যেখানে কেউ শিক্ষিত নেই ।
এটা আপনার করুণ পরিণতি নয় ।
বরং স্রষ্টা হয়তো আপনাকে সেই সম্মানিত স্থানে বসাতে চেয়েছে যেখানে আপনিই হবেন প্রথম শিক্ষিত ।
আপনার হাত ধরেই একটা পরিবারের পরবর্তী প্রজন্ম পিএচডি হোল্ডার তৈরি হবে ।

যে মুহুর্তে আপনি কালো হয়ে জন্মানোর কারণে হীনম্মন্যতায় ভুগছেন,
ঠিক সে মুহুর্তে সাদা চামড়ার মানুষের দেশ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে কৃষ্ণাঙ্গ (কালো) প্রেসিডেন্ট বারাক ওবামা ।

আপনার নাকটি একটু চ্যাপ্টা বলে যে আপনি বিধাতার সাথে অভিমান করেন,
প্লাস্টিক সার্জারি করতে যাচ্ছেন;
ঠিক সে মুহুর্তে চ্যাপ্টা নাকের লোকগুলোই পুরো পৃথিবীকে পেছনে ফেলে বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজদের দেশ জাপানকে টপ লেভেলে নিয়ে গেছে, হয়েছে পৃথিবীর উন্নত রাষ্ট্র।

একটু খাটো বলে যে আপনি হিল জুতা পরে নিজের উচ্চতা বাড়াতে ব্যস্ত,
ঠিক সে মুহুর্তে আপনার চেয়েও খাটো ব্যক্তি নেপোলিয়ন,
বিদ্যাসাগর, আলেক্সান্ডার দ্যা গ্রেট নিজেদের ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন ।
কার এত সাধ্য আছে দৈহিক উচ্চতা দিয়ে এই খাটো ব্যক্তিগুলোর কৃতিত্তের উচ্চতাকে ছুঁতে পারে?

আপনি হঠাৎ করে পৃথিবীতে আসেননি ৷
হঠাৎ করে আসিনি আমিও ।
আমি, আপনি কিংবা আমরা সবাই স্রষ্টার একটা পরিকল্পনা ।

হতাশ হবেন না,
মন খারাপ করবেন না,
ভেঙে পড়বেন না ।
আপনি তো মহান মহাবিশ্বের পরিকল্পনার অংশ ।

যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন,
নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন;
ইতিহাস খুঁজে দেখেন ঠিক একই ঘটনায় কেউ কেউ সুখে আছেন, কেউ বা চ্যাম্পিয়ন হয়ে বসে আছেন ।
আপনার অযোগ্যতা শারীরিক গঠনে নয়,
দৈহিক অসৌন্দর্যে নয়,
এমনকি আপনার অযোগ্যতা কয়েকবার ব্যর্থতায় ও নয় ;
আপনার মাঝে যদি কোনো অযোগ্যতা থেকে থাকে তবে সেটি একমাত্র আত্মবিশ্বাসহীনতা ।
আপনি নিজেকে অযোগ্য ভাবার মানেই হল ঈশ্বরের বিপরীতে গিয়ে কথা বলা,
কারণ তিনি আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবেই সৃষ্টি করেছেন ।

শ্রেষ্ঠ জীব কী করে অযোগ্য হয়!