Skip to main content

How to find specific character index in a string || স্ট্রিং এর ভেতরে কীভাবে কোনো ক্যারেকটার এর ইন্ডেক্স খুজে বের করবো ?


আচ্ছা কখনো কি একটা স্ট্রিং এর ভেতরে স্পেসিফিক কোনো ক্যারেকটার কে খোঁজার প্রয়োজন হয়েছিলো তোমার ? এটার জন্য খুব সুন্দর একটা ফাংশন আছে আমি নিজেই এতো দিন জানতাম নাহ ! আজকে শিখলাম । ভাবলাম শেয়ার করি ! আচ্ছা , কথা না বাড়িয়ে চলো কাজে চলে যাই ! আমরা একটা স্ট্রিং এর ভেতরে কোনো একটা স্পেসিফিক ক্যারেকটার এর ইন্ডেক্স বের করতে পারি অথবা সেই ক্যারেকটার টা কে প্রিন্ট ও করতে পারি । এই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাবে পুরো প্রোগ্রাম টা !
click here