দুনিয়া চলে-- আর্টিফিসিয়াল আর্জেন্সি দিয়ে। ধরো, তোমার ফোন এ একটা কল আসলো। সাথে সাথে তোমার ফোনের রিংটোন বেজে উঠলো। রিংটোন বাজা মানে, তোমার চোখ চলে গেলো ফোনের দিকে। কে ফোন দিলো? কেন ফোন দিলো? এইসব চিন্তা করতে করতে তোমার এটেনশন চলে গেলো ফোনের দিকে। এই রিংটোন কিন্তু আজীবন থাকবে না। জাস্ট ৩০ সেকেন্ড বাজবে। ফোন ধরতে হলে এই ৩০ সেকেন্ডের মধ্যেই ধরতে হবে। নচেৎ কল মিস হয়ে যাবে। অর্থাৎ রিংটোন দিয়ে, রিংটোনের টাইম লিমিট করে দিয়ে-- তোমার সামনে একটা আর্টিফিশিয়াল আর্জেন্সি তৈরি করলো। ধরলে এখনই ফোন ধরতে করতে হবে। নচেৎ মিস।
.
এই আর্জেন্সি কিন্তু শুধু ফোন কল দিয়েই হয় না। বরং ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেসেঞ্জার নোটিফিকেশন দিয়ে তোমার সামনে একটা আর্জেন্সি তৈরি করে। কোন খেলা বা টুর্নামেন্ট শুরুর আগে দুই চিমটি ন্যাশনাল রাইভাল ইমোশন, এক চিমটি স্টাটিস্টিক্যাল মারপ্যাচ, আর কিছু স্ক্রিপ্টেড কথা কাটাকাটি করে কিছু ফেইক হাইপ তুলে খেলা দেখার একটা আর্জেন্সি তৈরি করে। প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা টিভি সিরিজ রিলিজ হওয়ার সময়, প্রত্যেকটা ব্রেকিং নিউজ, রোস্টিং, সেলিব্রেটি গসিপিং, ভাইরাল টপিক-- সবাই একই স্টাইলে ফেইক আর্জেন্সি তৈরি করে। বিনিময়ে তোমাকে দেয়-- দুই চুমুক এন্টারটেইনমেন্ট।
.
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে-- তোমার লাইফটাকে আরেকটু ভালো লেভেলে নিয়ে যেতে, তোমার ফ্যামিলিকে আরেকটু ভালোভাবে সাপোর্ট করতে, তোমার পজিশনটা আরেকটু স্ট্যাবল করার আর্জেন্সি কেউ তৈরি করে না। তোমার একটু ভালো থাকা, তোমার একটু ভালো চাকরি পাওয়া, একটু ভালো রেজাল্ট করতে পারা, তোমার একটু বেশি স্কিল ডেভেলপ করার দিকে ফোকাস করার ন্যাচারাল বা আর্টিফিশিয়াল আর্জেন্সি কেউ তৈরি করে দিবে না।
.
তাই তোমার আজকে যে কাজটা করা দরকার সেটার আর্জেন্সি তোমাকেই তৈরি করতে হবে। যে টিউটোরিয়ালগুলো আজকে দেখে শেষ করতে হবে, যে অংকগুলো আজকে রিভিশন দিয়ে ফিনিশ করতে হবে, যে এসাইনমেন্টটা আজকের মধ্যে ড্রাফট সাবমিট করতে হবে, যে এপ্লিকেশনের রিভিউ আজকে ফাইনাল করতে হবে-- সেটার আর্জেন্সি তোমাকেই সেট করতে হবে। সেটার প্রায়রিটি; তোমাকেই টপ প্রায়রিটি হিসেবে সেট করতে হবে। অন্য সব আর্টিফিশিয়াল আর্জেন্সি লিস্টের বাইরে রাখতে হবে। দরকার হলে সকালে চারঘন্টা, রাতে চারঘন্টা ফোন অফ রাখতে হবে। যাতে একমাত্র তোমার আর্জেন্সিই তোমার লিস্টে থাকে।
.
মনে রাখবে, তোমার ফিউচার, তোমার ক্যারিয়ার, তোমার ভালো লাগা অন্য কারো প্রায়রিটি লিস্টে কোনদিনও ছিল না। ফিউচারে কোনদিনও থাকবে না। তোমার কাজের, তোমার লক্ষ্য অর্জন করার আর্জেন্সি তোমাকেই সেট করতে হবে। তাহলেই তোমার গাড়ি তোমার টার্গেটে পৌঁছবে। আর সেটা না করলে, অন্য কারো আর্টিফিশিয়াল আর্জেন্সির বগিতে আটকে গিয়ে তোমার ফিউচার ভুল স্টেশনে হারিয়ে যাবে।