কোনো ক্যারেকটার এর আসকি ভেলু বের করতে চাইলে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না ।
প্রথমে ক্যারেকটার টাকে ইন্টিজার এ টাইপকাস্ট করতে হবে । তারপরে আমরা যদি তার ভেলু টা দেখতে চাই তাহলে প্রিন্ট করে দিলেই হবে ।
সি++ প্রোগ্রামে এমন ভাবে করতে হবে কাজ টা
#include <iostream>
using namespace std;
int main()
{
char name = 'A';
cout<<(int)name;
return 0;
}