একটি প্রোগ্রাম লিখো যেখানে একটা ক্যারেকটার টাইপ অ্যারে তে ১০ টা ক্যারেকটার থাকবে । আর প্রতিটা ক্যারেকটারই ফর লুপ ব্যবহার করে ৫০ বার প্রিন্ট হবে প্রোগ্রাম টা রান করলে ।
ব্যাখ্যাঃ উপরের প্রোগ্রামটি হ্যাডার ফাইল
দ্বারা শুরু হয়েছে ইনপুট আউটপুট ফাংশন এর জন্য ।
main( ) ফাংশন নেওয়া হয়েছে যার মধ্যে প্রোগ্রাম কার্যকর হবে ।
এইখানে ক্যারেক্টার টাইপ একটা অ্যারে নেওয়া হইছে যার সাইজ দেওয়া হয়েছে ১০ ।
{ } এর মাঝে র্যান্ডম কিছু ক্যারেক্টার ভ্যালু নেওয়া হয়েছে ।
অ্যারে এর মাঝে প্রত্যেকটা ক্যারেকটার ৫০ বার প্রিন্ট করার জন্য নেস্টেড ফর লুপ ব্যাবহার করা হয়েছে ।
এইখানে দুইটা ফর লুপ ব্যাবহার করা হইছে । প্রথম লুপ এ একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল j
নেওয়া হয়েছে যার মান দেওয়া হয়েছে ০ কন্ডিশন দেওয়া এর মান ১০ এর নিচে থাকবে
তারপর ইনক্রিমেন্ট করা হইছে। এই j ভ্যারিয়েবলটা অ্যারেটার ইন্ডেক্স নাম্বার গুলা কাউন্ট করবে ।
তারপর { } এর মাঝে আরেকটা ফর লুপ ব্যাবহার করা হয়েছে যার মধ্যে ইন্টিজার ভ্যারিয়েবল i নেওয়া হয়েছে
যার মান দেওয়া হইছে ০ কন্ডিশন দেওয়া হয়েছে i এর মান ৫০ থেকে ছোট হবে তারপর ইনক্রিমেন্ট করা হইছে আরেকটা { }
নিয়ে তার মাঝে একটা printf( ) ফাংশন ব্যাবহার করা হয়েছে “ “ এর মধ্যে ক্যারেক্টার এর ফরমেট স্পেসিফাইয়ার %c
নেওয়া হয়েছে ক্যারেক্টার টাইপ ডাটা প্রিন্ট করানোর জন্য ch [ j ]
নেওয়া হইছে যা প্রথম ফর লুপ থেকে মানটা নিবে। এখন দ্বিতীয় ফর লুপ টার কন্ডিশন
যতবার সত্য হবে ততোবার লুপ্টা ঘুরবে এবং প্রত্যেকটা ইন্ডেক্স এর মান ততোবার করে প্রিন্ট হবে।
return 0;} প্রোগ্রাম শেষ।