Skip to main content

ইন্টারনেট দুনিয়া তে নিজের অস্তিত্ব শক্ত রাখতে যে বিষয় গুলো জেনে নেয়া খুব ই জরুরী আপনার



চমৎকার হ্যাকার জগতে ভ্রমণঃ



মোবাইল বা কম্পিউটার হ্যাক হলে কি করতে হবে- তা জানতে চেয়ে অনেকেই comment করেছিলেন ।
আমি আপনাদের সকলের comment ই পড়ি। আপনাদের জানতে চাওয়া বিষয়ে শীঘ্রয়ই লিখবো ।
তবে, আজকে চলুন হ্যাকিং এর এক মজার জগতে ঘুরে আসা যাক। ভয় নেই, নিরাপদ স্থানেই আমরা ঘুরতে যাবো !
আর, হ্যাকারদের কাজ যেহেতু ইন্টারনেট ভিত্তিক তাই, আমরা কোন বাস, ট্রেন বা, প্লেনে করে যাবো না।
বরং, আমরা যাবো লিংকের মাধ্যমে।
চলুন, সবাই একসাথে রওনা দেওয়া যাক.......




এই লিংকে ক্লিক করলে দারুন একটি ওয়েবসাইটে চলে যাবেন ।
একজন হ্যাকার পৃথিবীর কোন দেশ থেকে কোন দেশে হ্যাকিং আক্রমণ করছে,
তা আপনি সরাসরি (live) দেখতে পাবেন । দারুন না?



১ম লিংক






আপনাদের অনেকের কাছেই সন্দেহজনক মোবাইল নাম্বার থেকে call আসে ।
এক্ষেত্রে, এই ২য় লিংকে ক্লিক করে যেই ওয়েবসাইট আসবে, সেখানে ফোন নাম্বারটি লিখে
search -এ ক্লিক করলেই আপনাকে সেই ফোন নাম্বারের বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ।
খারাপ হ্যাকারের নাম্বার হলে দেখবেন- সেই নাম্বারে অনেকগুলো report করা হয়েছে।

২য় লিংক






এই লিংকে ক্লিক করে আপনি আপনার Gmail address হ্যাক হয়েছে কি না
(অর্থাৎ, আপনার Gmail address এর গোপণীয় তথ্য অনিরাপদ পরিবেশে ফাঁস হয়েছে কি না) তা জানতে পারবেন।
ওয়েবসাইটে আপনার Gmail address লিখে search দেওয়ার পর যদি লেখা আসে- "Oh no - pwned!" তাহলে, বুঝবেন- হ্যাক হয়েছে।
আর, তা না হলে হ্যাক হয় নি।

৩য় লিংক






এই লিংক উপরে দেওয়া ৩য় লিংকের মতোই। কিন্তু, এই লিংক হলো password যাচাই করার জন্য।
বিঃ দ্রঃ আপনার দেওয়া একই password যদি অন্য কেউ তার আইডির password হিসেবে ব্যাবহার করে থাকে তাহলে,
তার password হ্যাক হয়ে যাওয়ার কারনে আপনার password লিখে এই ওয়েবসাইটে search করলেও দেখানো হবে-
'আপনার password হ্যাক হয়ে গিয়েছে'।
উপদেশঃ আপনার কোন আইডিতে এমন password ব্যাবহার করুন, যা অন্য কেউ সম্ভবত দিবে না।

৪র্থ লিংক






এই লিংকের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন- Messanger এর মতো করে পৃথিবীর বিভিন্ন জন
একে অপরের সাথে কথা বলছে। সকলের কথার বিষয় হলো- হ্যাকিং ।
এখানে কেউ হ্যাকার আর, কেউ হ্যাকারের খোঁজ করছে।
তবে, আপনাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে,
এই ওয়েবসাইটে গিয়ে কোন প্রকার message আদান- প্রদান করবেন না প্লিজ।

৫ম লিংক






Youtube ব্যাবহার করার ক্ষেত্রে হ্যাকিং সহ যেকোন সমস্যার সম্মুখীন হলে এই লিংকে গিয়ে আপনার সমস্যার কথা লিখে জানাতে পারবেন।
আশা করা যায়, অনেকেই আপনার সমস্যার সমাধান লিখে উত্তর দিবে।

৬ষ্ঠ লিংক






বিভিন্ন ওয়েবসাইট যেমনঃ Facebook, Microsoft, Twitter ইত্যাদি কোন ওয়েবসাইট
কি পরিমাণ হ্যাকিং এর স্বীকার হয়েছে তা এই লিংকে ক্লিক করে দেখে আসতে পারবেন।

৭ম লিংক






হ্যাকিং বিষয়ে রেডিও শুনতে চান? এই লিংকে ক্লিক করে যেকোন একটি চ্যানেলে ক্লিক করুন আর তারপর তার সম্প্রচারিত রেডিও শুনতে থাকুন।

৮ম লিংক






আপনার মোবাইল বা, কম্পিউটারের ইন্টারনেট কোন কোম্পানী সরবরাহ করছে,
তা জানতে এই লিংকে ক্লিক করুন (এই লিংক যদিও হ্যাকিং এর সাথে সম্পর্কিত না । তবু, আপনাদের উপকারের জন্য জানালাম)।

৯ম লিংক






দৃষ্টি আকর্ষণ করার জন্য এই লিংক সবার নিচে দিলাম। এই লিংকে ক্লিক করে এক পৃষ্ঠায় লেখা বাংলাদেশ সাইবার অপরাধ আইন জেনে নিতে পারবেন।

১০ম লিংক






আশা করি, আজকের লেখা আপনাদেরকে কিছুটা আনন্দ দিবে এবং উপকার করবে। আজকে এই পর্যন্তই।
written by -