Skip to main content

এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেখানে প্রোগ্রাম টা রান করার পরে ইউজার থেকে ইন্টিজার টাইপ ডেটা নেয়া যাবে আবার পরে তা প্রিন্ট করে দেখাবে প্রোগ্রাম টা ।


  #include<stdio.h>
        int main()
        {
            int number;
            scanf("%d",&number);
            printf("%d",number);
            return 0;
        }


যেহেতু এটি একটি ইন্টিজার টাইপ ডেটা তাই ফরম্যাট স্পেসিফায়ার %d হবে।
‘&’ দিয়ে বুঝাচ্ছে নাম্বার ভেরিয়েবল এর এড্রেস ,
মানে হলো এই নাম্বার ভেরিয়েবল এর এড্রেস এ গিয়ে ভেলু স্টোর হবে
‘scanf()’ ফাংশন এর মাধ্যমে ইনপুট দিতে হবে । প্রোগ্রাম রান করার পর ইন্টিজার টাইপ পূর্ণ সংখ্যা দিতে হবে



Answered by -