Skip to main content

কোনো শব্দ দ্বারা ফাংশন বুঝাচ্ছে কিনা কীভাবে বুঝবো ? প্রোগ্রামের সব কিছু কোন ফাংশনের অধীনে থাকে ?


কোন ওয়ার্ড এর শেষে যদি () প্রথম বন্ধনী থাকে তাহলে সেটাকে আমরা ফাংশন বলে বুঝাবো ।

আমাদের কে প্রোগ্রামের সব কিছু main() ফাংশন এর আন্ডারে করতে হবে।

Answered by -