Skip to main content

ভেরিয়েবল কি ? প্রোগ্রামে এর প্রয়োজনীয়তা কি ?


প্রোগ্রাম করতে হলে আমাদের অবশ্যই ভ্যারিয়েবেলের দরকার।
প্রোগ্রামিং করার সময় যখন কোন ডাটা সংরক্ষন করার দরকার হয় তখন আমাদের একটি মেমরী স্পেস দরকার হয়।
এই মেমরী স্পেসকেই প্রোগ্রামের ভাষায় ভেরিয়েবল বলে। যার ভেতরে আমরা ভেলু স্টোর করে রাখতে পারি ।
ডাটা টাইপের কীওয়ার্ড এর পর এক বা একাধিক স্পেস দিয়ে একটি বর্ন বা শব্দ তারপর একটি সেমিকোলন দিলে, ঐ বর্ন বা শব্দ এর নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার হয় ।

যেমন, পূর্ন সংখ্যা রাখার জন্য memory নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইলে,
পূর্ন সংখ্যার কীওয়ার্ড int লিখার পর স্পেস দিয়ে memory তারপর একটি সেমিকোলন দিতে হবে ।
memory নামে ভেরিয়েবল ডিল্কেয়ার করতে হয়।
প্রোগ্রামিং ভাষায় ভ্যারিয়েবেল প্রকাশ করতে হলে, কম্পাইলার যে রকম বুঝে ঠিক সে রকমি আমাদের কম্পাইলারে লিখতে হবে।

কম্পিউটার চার ধরণের ডাটা টাইপের চারটি সংক্ষিপ্ত নামে চিনে । এবং তার একটি লেখার পদ্ধতি আছে । যেটাকে প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্স বলা হয় ।

Answered by -