এইখানে হ্যাডার ফাইল
এবং ডিক্লেয়ার করার পর প্রোগ্রাম শুরু হয়েছে main( ) দ্বারা
এইখানে char ডেটা টাইপ নেওয়া হয়েছে কারন সি ল্যাংগুয়েজ string টাইপ ডেটা ভেরিয়েবল
সাপোর্ট করে না ।
একটা স্ট্রিং টাইপ এরে নেওয়া হইছে ভ্যারিয়েবল s এর পর [ ] এর মাঝে এরে এর সাইজ দেওয়া হইছে ২০ ।
“ “ ডাবল কটেশন এর মাঝে র্যান্ডম কিছু ভ্যালু দেওয়া হইছে । printf ( ) দ্বারা একটা মেসেজ প্রিন্ট করানো হইছে ।
তারপর স্ট্রিং ডেটার আউটপুট ফাংশন হিসেবে putchar( )
ফাংশন ব্যাবহার করা হয়েছে ।
তার মাঝে ভ্যারিয়েবল s এবং [ ]
অ্যারে এর মাঝে 10 দেওয়া হইছে ১০ নাম্বার ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করানোর জন্য ।
প্রোগ্রাম টি তে i & l এর মাঝে স্পেস দেওয়া হইছে
এখানে একটা ইন্ডেক্স নাম্বার কাউন্ট হবে তেমনি love ‘e’ এবং programming ‘ p’
এর মাঝেও স্পেস দেওয়া আছে তাই ০ থেকে ১০ কাউন্ট করলে আউটপুট আসবে g ।
তারপর return 0;
}
দ্বারা প্রোগ্রাম শেষ ।