স্বপ্ন দেখো না, কাজটাকে দেখো।
পুরা কাজটাকে দেখো না, শুধু আজকে যতটুকু করতে পারবে, ততটুকু দেখো।
একটা সেমিস্টারের সবগুলা সাবজেক্ট নিয়ে চিন্তা করো না । শুধু, এখন যে সাবজেক্টটা পড়বে, সেটার কথা চিন্তা করো।
পুরা সাবজেক্টের কথাও চিন্তা করো না, বরং পরবর্তী ১ ঘন্টায় যতটুকু পড়তে পারবে সেটার কথা চিন্তা করো।
সেটুকু করার স্পৃহা, উদ্যম, চিন্তা,
এনার্জি আর এবিলিটি তোমার আছে কিনা সেটা দেখো ।
যাচাই করো। লম্বা লম্বা স্বপ্নগুলোকে চৌকির তলায় লুকিয়ে ---
জাস্ট এক ঘন্টার জন্য নিজেকে প্রমাণ করতে পারবে কিনা সেই চ্যালেঞ্জ নাও ।
দেখাও যে তুমি অন্তত এক ঘন্টার কাজটা করতে পারো ।
এক ঘন্টা -- মোবাইল, ইন্টারনেট, খেলা দেখা থেকে নিজেকে সরিয়ে নিয়ে,
নিজের জন্য এক ঘন্টা ইনভেস্ট করতে পারো । এক কদম হলেও সামনে এগুতে পারো।
সো, আজকের পর থেকে কোন কাজ, কোন এসাইনমেন্ট, কোন রিপোর্ট,
কোন স্কিল ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং শেখা, ইংরেজি ইম্প্রুভ, ভিডিও এডিটিং শেখা,
নিজের কোন হ্যাবিট চেইঞ্জ, জব চেইঞ্জ, প্রফেশন চেইঞ্জ, প্রিয়জন চেইঞ্জ(!)--
যেটাই করার দরকার হোক না কেন, পুরা কাজটাকে এক সাথে চিন্তা করো না।
পুরাটা এক সাথে করা অসম্ভব মনে করে লেজ গুটিয়ে থেকো না।
বরং ছোট একটা অংশ খুঁজে বের করো এই মুহূর্তে, পরবর্তী এক ঘন্টার মধ্যে যতটুকুই শেষ করতে পারবে। সেটাই শুরু করে দাও।
এই এক ঘন্টার এক একটা মিশন শেষ করার পর, তার পরবর্তী এক ঘন্টার মিশন সেট করো। প্রতিদিন এমন চার-পাঁচটা এক এক ঘন্টার সেশন কন্টিনিউ করো। দেখবে পুরা দিনটাই তোমার কব্জায় চলে আসছে। এইটা কয়েক সপ্তাহ চলার পর দেখবে, পুরা স্বপ্নটা-ই তোমার ধরা ছোঁয়ার কাছাকাছি চলে আসছে।
পুরা কাজটাকে দেখো না, শুধু আজকে যতটুকু করতে পারবে, ততটুকু দেখো।
একটা সেমিস্টারের সবগুলা সাবজেক্ট নিয়ে চিন্তা করো না । শুধু, এখন যে সাবজেক্টটা পড়বে, সেটার কথা চিন্তা করো।
পুরা সাবজেক্টের কথাও চিন্তা করো না, বরং পরবর্তী ১ ঘন্টায় যতটুকু পড়তে পারবে সেটার কথা চিন্তা করো।
সেটুকু করার স্পৃহা, উদ্যম, চিন্তা,
এনার্জি আর এবিলিটি তোমার আছে কিনা সেটা দেখো ।
যাচাই করো। লম্বা লম্বা স্বপ্নগুলোকে চৌকির তলায় লুকিয়ে ---
জাস্ট এক ঘন্টার জন্য নিজেকে প্রমাণ করতে পারবে কিনা সেই চ্যালেঞ্জ নাও ।
দেখাও যে তুমি অন্তত এক ঘন্টার কাজটা করতে পারো ।
এক ঘন্টা -- মোবাইল, ইন্টারনেট, খেলা দেখা থেকে নিজেকে সরিয়ে নিয়ে,
নিজের জন্য এক ঘন্টা ইনভেস্ট করতে পারো । এক কদম হলেও সামনে এগুতে পারো।
সো, আজকের পর থেকে কোন কাজ, কোন এসাইনমেন্ট, কোন রিপোর্ট,
কোন স্কিল ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং শেখা, ইংরেজি ইম্প্রুভ, ভিডিও এডিটিং শেখা,
নিজের কোন হ্যাবিট চেইঞ্জ, জব চেইঞ্জ, প্রফেশন চেইঞ্জ, প্রিয়জন চেইঞ্জ(!)--
যেটাই করার দরকার হোক না কেন, পুরা কাজটাকে এক সাথে চিন্তা করো না।
পুরাটা এক সাথে করা অসম্ভব মনে করে লেজ গুটিয়ে থেকো না।
বরং ছোট একটা অংশ খুঁজে বের করো এই মুহূর্তে, পরবর্তী এক ঘন্টার মধ্যে যতটুকুই শেষ করতে পারবে। সেটাই শুরু করে দাও।
এই এক ঘন্টার এক একটা মিশন শেষ করার পর, তার পরবর্তী এক ঘন্টার মিশন সেট করো। প্রতিদিন এমন চার-পাঁচটা এক এক ঘন্টার সেশন কন্টিনিউ করো। দেখবে পুরা দিনটাই তোমার কব্জায় চলে আসছে। এইটা কয়েক সপ্তাহ চলার পর দেখবে, পুরা স্বপ্নটা-ই তোমার ধরা ছোঁয়ার কাছাকাছি চলে আসছে।