Skip to main content

একটা স্ট্রিং টাইপ এরে নিয়ে তার মাঝে দুইটা স্ট্রিং ভ্যালু দেওয়া আছে । প্রত্যেকটা ভ্যালু ১০ বার করে প্রিন্ট করতে হবে ।


  #include<stdio.h>
  int main()
  {
      char s[3][10]={"Happy","coding"};
      int s1;
      for(s1=0;s1<10;s1++)
       { printf("%s\n",s[0]);
         printf("%s\n",s[1]);
       }
  
      return 0;
  }
  


প্রশ্নমতে একটা স্ট্রিং টাইপ এরে নেওয়া হইছে প্রোগ্রামটিতে ।
যার মধ্যে দুইটা স্ট্রিং ভ্যালু দেওয়া আছে।প্রত্যেকটা ভ্যালু ১০ বার করে প্রিন্ট করতে হবে ।
এখানে for loop টা ব্যাবহার করার জন্য একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল s1 নেওয়া হয়েছে ।
for loop এর মাঝে s1 মান দেওয়া আছে 0 তারপর মান টাকে কন্ডিশন দ্বারা চেক করা হয়েছে ১০ এর থেকে ছোট কিনা ।
{ } এর মাঝে স্ট্রিং ফরমেট স্পেসিফাইয়ার ব্যাবহার করে এরে টার ১ নাম্বার ইন্ডেক্স
এবং ২ নাম্বার এর ভ্যালু প্রিন্ট করতে বলা হইছে ।
কন্ডিশন চেক করে একবার প্রিন্ট হওয়ার পর s1 মান টা ইনক্রিমেন্ট হবে আবার কন্ডিশন চেক দিবে তারপর আবার ইনক্রিমেন্ট হবে
এইভাবে চলার পর স্ট্রিং টাইপ এরে টার প্রত্যেক ইন্ডেক্স এর ভ্যালু গুলো ১০ বার করে প্রিন্ট করবে প্রোগ্রামটা।



Answered by -