একটা প্রোগ্রাম লিখো যেখানে ইউজার থেকে ক্যারেক্টার নেয়া যাবে আর সেটা প্রিন্ট করে দেখাবে তোমার প্রোগ্রাম
প্রথমে একটা হ্যাডার ফাইল নিতে হবে ইনপুট আউটপুট ফাংশন এর জন্য ।
তারপর main() ফাংশন নিতে হবে ।
প্রত্যেক সি প্রোগ্রাম কার্যকর করতে হলে অবশ্যই main( ) ফাংশন
থাকবে কারন এর আন্ডারে প্রোগ্রাম এর সকল কাজ হয় ।
তারপর “{“ অপেনিং ব্রেকেট দ্বারা প্রোগ্রাম শুরু হউয়ার পর এইখানে ভ্যারিয়েবল নিয়েছি
charater টাইপ ভ্যারিয়েবল ch [2] array দিয়েছি দুইটা ক্যারাক্টার টাইপ ভ্যারিয়েবল মান এর জন্য ।
printf( ) ফাংশন এর মাঝে একটা মেসেজ দিয়ে দিয়েছি যাতে ইউজার একটা ইনপুট দেয় ।
ইনপুট নেউয়ার জন্য gets( ) ফাংশন নিয়েছি যার মধ্যে ভ্যারিয়েবল এর নাম দিয়েছি যাতে ঐখান থেকে ইনপুট নিতে
পারে ক্যারাক্টার টাইপ ডেটার জন্য ইনপুট ফাংশন gets() নিয়েছি।
printf( ) এর দ্বারা আর একটা মেসেজ প্রিন্ট করিয়ে char এর জন্য
puts() আউটপুট ফাংশন ব্যাবহার করছি । প্রত্যেক লাইন এর পর (; ) সেমিকলন দিতে হবে ।
return 0; } দ্বারা প্রোগ্রাম শেষ।