Skip to main content

তোমার আশার বীজ অংকুরোদগম করার আগেই মাটির নিচে অক্কা পেয়ে যাবে ।


লাইফে সঠিক সিদ্ধান্ত নিতে পারো, স্বপ্ন দেখতে পারো,
আশা করতে পারো কিন্তু সেই আশার গোড়ায় ডেইলি ডেইলি পানি না ঢাললে, প্রতিদিন ঘুম থেকে উঠে যত্ন না নিলে, ঝড় বৃষ্টির মধ্যেও কেয়ার না করলে নেয়া --
তোমার আশার বীজ অংকুরোদগম করার আগেই মাটির নিচে অক্কা পেয়ে যাবে ।
আবার উল্টাটাও সত্যি-- বুঝে, না বুঝে পানি ঢাললে । জেনে, না জেনে উল্টাপাল্টা সার দিলে --
তোমার চারা গাছ নেতিয়ে যাবে । সঠিক সময়ে সঠিক প্রোটেকশন না নিলে ,
পাশের বাসার কীট-পতঙ্গ এসে তোমার ডাল পালা ফুটা করে দিবে।

সো, ব্যাপারটা শুধু পরিশ্রম বা হার্ডওয়ার্কের না । বরং ব্যাপারটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক এর । তবে দুই-একবার স্মার্টলি ওয়ার্ক করে ছেড়ে দিলে ।
একদিন সেঞ্চুরি করে, পরের দশ ম্যাচে ডাক মারলে ।
একদিন হ্যাটট্রিক করে পরের দুই বছর পা ভেঙ্গে বসে থাকলে স্মার্টওয়ার্ক দিয়েও ফলফ্রসু কিছু আসবে না । তাই, ব্যাপারটা আল্টিমেটলি হয়ে যায় --
রেগুলার স্মার্ট হার্ডওয়ার্ক এর। তারমানে তোমাকে রেগুলার হার্ডওয়ার্ক করতে হবে। এবং সেটা হতে হবে রেগুলার স্মার্ট হার্ডওয়ার্ক।

সো, ডোন্ট জাস্ট ওয়ার্ক হার্ড। ওয়ার্ক স্মার্টলি হার্ড এন্ড ডু ইট রেগুলারলি।


Written By -