প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম!
আমরা এখন একটি প্রোগ্রাম লিখে ফেলব,
যেটি তোমার কম্পিউটার স্ক্রিনে ফর লুপ ব্যবহার করে তোমার নাম ১০ বার প্রিন্ট করবে দেখাবে বা প্রিন্ট করবে।
এখন উইন্ডোজের Start মেনুতে Programs-এ গিয়ে Codeblocks চালু করো।
এখন তোমরা প্রোগ্রামগুলো রাখার জন্য হার্ডডিস্কের ভেতর একটি ফোল্ডার তৈরি করে নাও।
ওই ফোল্ডারে ফাইলগুলো সেভ (Save)করবে। ফাইলের যেকোনো একটি নাম দাও।
আর Save as type হবে .cpp/C/C++ files।
ফাইলের নাম হচ্ছে forname.cpp। সি প্রোগ্রামের সব ফাইলের এক্সটেনশন হবে .cpp
এখানে আমরা আমাদের কোড বা প্রোগ্রাম লিখব। নিচের কোডটি টাইপ করে ফেলো এবং ফাইলটি সেভ করো।
তোমরা হয়তো চিন্তা করছ,
আমি এই হিজিবিজি কী লিখলাম?
আস্তে ধীরে সব ব্যাখ্যা করব, চিন্তা নেই !
আপাতত আমার কথামতো কাজ করে যাও । এবার Build মেনুতে গিয়ে Run-এ ক্লিক করো।
তাহলে তোমার প্রোগ্রাম চালু হয়ে যাবে।
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
process returned 0 (0x0) execution time : 0.031 s
Press any key to continue
এখানে দেখো, তোমার প্রোগ্রামটি স্ক্রিনে প্রিন্ট করেছে।
পরের লাইনে বলা আছে Process returned 0 (0x0)
(এটির অর্থ নিয়ে আমাদের এখন মাথা না ঘামালেও চলবে)
আর execution time : 0.031 s মানে প্রোগ্রামটি চলতে 0.031 s সেকেন্ড সময় লেগেছে ।
তারপরের লাইন হচ্ছে, Press any key to continue. কি-বোর্ডে Any key খুঁজে না পেলে অন্য যেকোনো কি চাপলেই চলবে।
তুমি যদি প্রোগ্রামটি ঠিকঠাকভাবে রান করাতে পারো এবং
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
SADIA AFRIN HIYA
লেখাটা দেখে থাকো তাহলে তোমাকে অভিনন্দন। তুমি বেশ গুরুত্বপূর্ণ একটি কাজ করে ফেলেছ।
আর ঠিকঠাকভাবে রান করাতে না পারলে আবার শুরু থেকে চেষ্টা করো ।
প্রয়োজনে অভিজ্ঞ কারও সাহায্য নাও। কারণ এই প্রোগ্রাম না চালাতে পারলে বইয়ের পরের অংশ পড়ে তেমন একটি লাভ হবে না।
এবারে দেখা যাক আমি কী লিখেছি কোডে।
প্রথম লাইন ছিল:
এই ফাংশনটি স্ক্রিনে প্রিন্ট করে কীভাবে সেটি আসলে বলা আছে stdio.h নামে একটি ফাইলে ।
এই ফাইলগুলোকে বলে হেডার (header) ফাইল (.h হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন)।
stdio.h ফাইলে স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট-সংক্রান্ত যাবতীয় ফাংশন ।
আর যেহেতু printf() ফাংশন ব্যবহার করেছি, তাই প্রোগ্রামের শুরুতে
লিখতে হয়েছে।
এই রকম আরও অনেক প্রয়োজনীয় হেডার ফাইল আছে, যার কিছু আমরা পরবর্তী সময়ে কাজের প্রয়োজনে দেখব।
দ্বিতীয়় লাইন: int main() ।
এটিকে বলে মেইন ফাংশন । সি প্রোগ্রামগুলো মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে,
তাই সব প্রোগ্রামে একটি (এবং কেবল একটি) মেইন ফাংশন থাকতে হয় ।
মেইন ফাংশনের শুরুতে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হয় আর শেষও করতে হয় একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে।
শেষ করার আগে আমি return 0; লিখেছি, সেটি কেন এখন ব্যাখ্যা না করলেই ভালো হয়,
ফাংশন নিয়ে যখন আলাপ করব তখন বলব। তাই আপাতত তোমরা যেকোনো প্রোগ্রামে নিচের অংশটুকু লিখে ফেলবে:
int main()
{
এখানে কোড থাকবে।
return 0;
}
প্রোগ্রামের পরের লাইন খেয়াল করো:
এখানে
int i; দ্বারা i এর মান ইন্টাজার টাইপ ভেরিয়েবল নিতে হবে।
আমরা জানি,
i++ মানে i এর মান এক এক করে বৃদ্ধি পাবে।
কিন্তু এখানে
মানে যা printf এর ভিতর থাকবে তা প্রিন্ট করবে এবং
যার সংখ্যা হবে 0 থেকে 10 এর কম।যেহেতু ইন্টিজার টাইপ এর ভেরিয়েবল সুতরাং 10 বার প্রিন্ট করবে।
প্রোগ্রামের পরের লাইন খেয়াল করো:
printf("SADIA AFRIN HIYA\n");
এটি একটি স্টেটমেন্ট ।
এখানে printf() হচ্ছে একটি ফাংশন যার কাজ হচ্ছে স্ক্রিনে কিছু প্রিন্ট করা ।
ডবল কোটেশন চিহ্নের ভেতরে যা লিখবে তা-ই স্ক্রিনে সে প্রিন্ট করবে ।
এই ফাংশনটি স্ক্রিনে প্রিন্ট করে কীভাবে সেটি আসলে বলা আছে stdio.h নামে একটি ফাইলে।
এখন একটি ব্যাপার খেয়াল কর,
printf("SADIA AFRIN HIYA\n");
এর শেষে একটি সেমিকোলন রয়েছে ।
সি ল্যাঙ্গুয়েজে প্রতিটি স্টেটমেন্টের পরেই একটি সেমিকোলন থাকে। একটি স্টেটমেন্টের কাজ শেষ হলে পরের
স্টেটমেন্টের কাজ শুরু হয় ।
return 0; ও একটি স্টেটমেন্ট,
তাই এটিও সেমিকোলন দিয়ে শেষ করতে হয়েছে ।
শুরুর দিকে অনেকেই সেমিকোলন দিতে ভুলে যায়, তখন কম্পাইল এরর (compile error) হয় ।
তোমরা একটি সেমিকোলন মুছে দিয়ে কম্পাইল করার চেষ্টা করে দেখতে পারো।
প্রোগ্রামটি টাইপ করার পরে অবশ্যই কম্পাইল ও রান করবে। কম্পাইল করার আগে সেভ করতে ভুলবে না।