এমন একটি প্রোগ্রাম লিখো যেখানে একটি ইন্টিজার টাইপ অ্যারে থাকবে সেই অ্যারে এর একটা সাইজ থাকবে , সাইজ অনুযায়ী কিছু র্যাণ্ডম ভেলু ভেতরে ঢুকাবে । আর সেই এরে এর ৩ নাম্বার ইন্ডেক্স এ যে ভেলু টা থাকবে প্রোগ্রাম রান করা হলে তোমার প্রোগ্রাম সেটা প্রিন্ট করবে ।
প্রথমে একটা হ্যাডার ফাইল নিতে হবে ইনপুট আউটপুট ফাংশন এর জন্য ।
প্রথমে মেইন ফাংশন int main() কল করেছি । কারণ একটা প্রোগ্রাম এর ভেতরের সব কাজ আমাদের মেইন ফাংশন এর আন্ডারে করতে হয় । প্রোগ্রামটি তে যেহেতু integer type অ্যারে ব্যাবহার করতে বলা হয়েছে তাই ডাটা টাইপ int ব্যাবহার করেছি তারপর room নামক অ্যারে নিয়ে তার সাইজ ১০ দিয়ে নির্দিষ্ট করেছি এবং ভ্যালু 1,3,4,5 {} এর ভিতরে রেখেছি । এরপর আউটপুট ফাংশন printf() নিয়েছি যেহেতু integer type ভ্যালু তাই এর format specifier “%d” নিয়েছি এরপর index নাম্বার ৩ এর ভ্যালু প্রিন্ট করার নির্দেশ দিয়েছি এরপর return 0 দিয়ে প্রোগ্রাম শেষ করেছি।