Skip to main content

ক্যারেক্টার টাইপ অ্যারে নিয়ে আর ভেতরের ৬ নাম্বার ইন্ডেক্স ভেলু প্রিন্ট করে দেখাও প্রোগ্রাম এর মাধ্যমে


  #include<stdio.h>
          int main()
          {
    char number [10] = {'r','o','y','h','n','a','j','k','t'};
              printf("%c", number [6]);
              return 0;
          }

প্রথমে একটা হ্যাডার ফাইল নিতে হবে ইনপুট আউটপুট ফাংশন এর জন্য ।

#include<stdio.h>

এখানে আমরা ক্যারেক্টার টাইপ ডাটা অ্যারে এর মাধ্যমে নিয়েছি এবং ইন্ডেক্সে আন্ডারে কারেক্টার টাইপ ডাটা রেখে পরবর্তীতে আমাদের নির্দিষ্ট ডাটা প্রিন্ট করে ফলাফল পেয়েছি | এখানে ফরমেট স্পেসিফায়ার হিসেবে %c ব্যবহার করেছি কারণ এটা কারেক্টার টাইপ ডাটা প্রিন্ট করবে| ইন্ডেক্স নাম্বার ৬ দিয়ে বুঝানো হয়েছে ৬ নাম্বার ইন্ডেক্স এর আন্ডারে অ্যারে তে যে ভেলু আছে সেটা প্রিন্ট করবে



Answered by -