#include<stdio.h>
int main()
{
char name [] = "juayria";
char email [] = "rayhana.abc@gmail.com";
char number [] = "01000000000";
printf("%s \n%s \n%s",name,email,number);
return 0;
}
এই প্রোগ্রামের ক্ষেত্রে
আমার নাম,
ইমেইল এড্রেস ,
ফোন নাম্বার প্রিন্ট হয়েছে
এবং এই সবগুলো স্ট্রিং টাইপ ডেটা
কারণ স্ট্রিং টাইপ ডেটা
অনেকগুলো ক্যারেক্টার এর সমষ্টি যেখানে সব ধরণের বর্ণ ব্যবহার করা যায় |
আর স্ট্রিং টাইপ ডেটা ক্যারেক্টার টাইপ এরে ভেরিয়েবল নিয়ে এর সাহায্যে প্রকাশ করে প্রোগ্রাম করা যায় |
আর এই ডাটার দুইপাশে দুইটা করে এপোস্ট্রোপি কমা দিতে হয় | তাহলে বুঝা যাবে ডেটা টা স্ট্রিং টাইপ ।
আর ডেটা যেহেতু স্ট্রিং টাইপ তাই প্রিন্ট করতে গিয়ে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করেছি
%s