Skip to main content

এমন একটি প্রোগ্রাম লিখো যেটা ফর লুপের সাহায্যে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখাবে


  #include<stdio.h>
    int main()
    { 
      int i ;
      for(i =1; i<11; i++)
      {
        printf("%d,\n",i);
      }
    
      return 0;
    }
    


এখানে আমাদের ১-১০ পর্যন্ত নাম্বার প্রিন্ট করতে বলা হয়েছে যেখানে আমরা লুপ ছাড়া ব্যবহার করলে অনেকবার প্রিন্ট করতে হতো আর জায়গা নষ্ট হত,
আর আমরা লুপ ব্যবহার করলে তা খুব সহজে করে ফেলা যায় যেখানে শুধু নির্ধারিত শর্তটা পূরণ করলেই
প্রোগ্রাম রান করা যায় সহজে এবং জায়গাও নষ্ট হয় না ।

for function এর মাঝে ফর লুপের শর্তটা দিয়েই এটা সহজে রান করা যায়। এখানে প্রতি বার লুপ ঘুরার সাথে সাথে এর মান এক এক করে বাড়বে আর সেটা প্রিন্ট হতে থাকবে ।
এভাবে ১ থেকে ১১ এর আগে পর্যন্ত লুপ ঘুরবে
যার মানে হলো ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে ।



Answered by -