Skip to main content

Be effective first and then work on your efficiency.


ইংরেজীতে কাছাকাছি দুইটা শব্দ আছে। একটা হচ্ছে- efficiency আরেকটা হচ্ছে effectiveness.
চিন্তা করে দেখো --
একটা ছুরি দিয়ে যত পরিশ্রম করেই গাছ কাটতে থাকো না কেন ।
যতই ইফিসিয়েন্ট হওনা কেন। যতই হার্ডওয়ার্কিং করো না কেন। গাছ কাটার জন্য একটা ছুরি কখনোই একটা 'কুড়াল' এর মতো ইফেক্টিভ হবে না ।
আবার একখান কুড়াল পেয়ে সারাটা জীবন সেই কুড়াল এর পিছনে সপে দিলে, কুড়ালের চাইতে যে 'করাত' ইফেক্টিভ, সেই বেনিফিট তোমার আর পাওয়া হবে না। এমনকি 😜 করাত এর চাইতে যে 'চেইন শ' আরো বেশি ইফেক্টিভ সেটার খোঁজ না রাখলে,
করাত ওয়ালা হিসেবে হার্ডওয়ার্ক করেই যাবে, ঘাম ঝরাতেই থাকবে; মাগার ঘাম অনুসারে দাম আর পাওয়া হবে না।

এই ইফিসিয়েন্সি আর ইফেক্টিভনেস এর খেলা দুনিয়ার সব জায়গায়- ই আছে ।
যেমন, রেগুলার ক্লাস করে নোট বানিয়ে যত মার্কস পায় একজন । তারকাছ থেকে সাজেশন নিয়ে, কিছু ইফেক্টিভ টেকনিক খাঁটিয়ে মার্কস বেশি পায় অন্য আরেকজন ।
অফিসে গাধার মতো খেটে প্রোডাকশন টার্গেট ফুলফিল করে একজন। MBA করার জন্য অফিস থেকে ফান্ড পায় আরেকজন ।
এমনকি গদো গদো করে চারবছর প্রেম করে একজন ।
দুই সপ্তাহের ছুটি নিয়ে দেশে এসে ঘটনা ঘটিয়ে মুখের খাবার কেড়ে নেয় আরেকজন 💔
এটাই দুনিয়ার খেলা।

তাই, লাইফে যেটা-ই করবে ।
সেটার জন্য অবশ্যই ডেডিকেটেড হবে ।
হার্ডওয়ার্ক করবে । ইফিসিয়েন্ট হবে ।
তবে তার পাশাপাশি চোখ কান খোলা রেখে ইফেক্টিভ কিছু দেখলে সেটাতেও ঝাঁপিয়ে পড়তে হবে ।
অন্য কেউ বেটার কোন সিস্টেম দিয়ে চিমটি কেটে তোমার ফিউচার কেড়ে নেয়ার আগেই তুমি তোমার ভাগের অংশ শক্ত করতে হবে।

তাহলেই তুমি ইফিসিয়েন্ট হওয়ার আগে ইফেক্টিভ হয়ে উঠবে।

Be effective first and then work on your efficiency.


Written By -