এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেখানে একটি ফ্লোটিং টাইপ অ্যারে থাকবে , সেই এরে এর একটা সাইজ থাকবে, সাইজ অনুযায়ী কিছু র্যান্ডম ভ্যালু থাকবে।সেই এরের 5 নাম্বার ইনডেক্স এ যে ভ্যালু থাকবে প্রোগ্রাম রান করা হলে সেটা প্রিন্ট করবে।
#include<stdio.h>
int main()
{
float number[16] = {24.78,4.563,56.0,6.437,21.654,2.07,7,54.764};
printf("%.2f",number [5]);
return 0;
}
প্রথমে একটা হ্যাডার ফাইল নিতে হবে ইনপুট আউটপুট ফাংশন এর জন্য ।
যেহেতু এটি একটি ফ্লোটিং টাইপ ডেটা তাই ফরম্যাট স্পেসিফায়ার %f হবে । এখানে এরে এর সাইজ 16 । সাইজ অনুযায়ী র্যান্ডম ভ্যালু থেকে প্রোগ্রাম রান করার পর 5 নাম্বার ইনডেক্স ভ্যালু 2.07 প্রিন্ট করবে । এখানে .2f দিয়ে দশমিক এর পরের কত ঘর পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে তা নির্দিষ্ট করে দেয়া হয়েছে । এখানে যদি ইনডেক্স ভ্যালু 10 চাইতো তাহলে তা 0 হতো । কারণ না দেয়া ভ্যালু 0 হবে।