Skip to main content

কেমন হতে চলেছে আমাদের ভবিষ্যৎ পৃথিবী ???

আর খুব বেশি দিন বাকি নেই যখন অভিজ্ঞ ডাক্তারের পরিবর্তে রোবটরাই সবচেয়ে বেশি অপারেশন করবে । অভিজ্ঞ উকিল চিন্তা করার আগেই আদালতে রিপ্লাই দিয়ে বসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অন্যদিকে সেলফ ড্রাইভিং কার এর কাছে বাস-ট্রাক আর উবার চালকদের চাকরি হারানো বড়জোর পাঁচ-সাত বছরের বিষয় ।

এইদিকে কাস্টমার কেয়ার আর কল সেন্টারগুলো রিপ্লেস করে দিচ্ছে চ্যাট বট আর ইন্টেলিজেন্ট ভয়েস এসিস্ট্যান্ট। এমনকি টিভিতে নিউজ পড়ার কাজও করছে রোবট । এভাবেই ধীরে ধীরে উঠে যাবে ক্যাশিয়ার, অফিস ক্লার্ক, মানুষ দিয়ে প্রোডাক্ট ডেলিভারি, সেলস পারসন, ইত্যাদি। এই জন্যই, আগামী দশ বছরে, টেকনোলজি আর অটোমেশনে খেয়ে দিবে দুনিয়ার ৮০০ মিলিয়ন মানুষের চাকরি ।

পরের দশ বছরে এই সংখ্যা আরো কয়েকগুণ বাড়বে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে অফিসে কাজ করা মিডেল ক্লাস আর লোয়ার ক্লাস লোকেরা । কারণ চিন্তা আর বুদ্ধি এপ্লাই করার কাজগুলো করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর ফ্যাক্টরি বা বাইরের ফিজিক্যাল কাজগুলো করবে রোবট, ড্রোন আর অটোমেশন সফটওয়ারেরা। তখন নীলক্ষেতে লাফিয়ে বাসে উঠতে গিয়ে বলে উঠবে- "ওহ! রোবট ভাই, সরি"। তাহলে প্রশ্ন হচ্ছে ফিউচারে টিকবে কারা?

উত্তর হচ্ছে ওরাই টিকবে যারা একসাথে একাধিক ফিল্ডে ইন্টেলিজেন্ট ডিসিশন মেক করতে পারবে। কারণ তখন যেহেতু হিউম্যান এবিলিটি এর উপর নির্ভর করতে হবে না এবং কম্পিউটারের পাওয়ার কয়েকশতগুণ বেড়ে যাবে । তাই এখন যেসব ফিল্ডে মানুষ কাজ করে তার অনেকগুলা ফিল্ড এক সাথে মার্জ হয়ে যাবে ।

এখন যে হয়তো একাউন্টিং দেখছে, সে তখন হয়তো একাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ব্র্যান্ডিংসহ আরো কিছু ফিল্ড একসাথে হ্যান্ডেল করবে। কিংবা মাল্টি-প্ল্যানেট ট্রান্সপোর্টেশন এর কারনে চালু হওয়া নতুন চাকরিগুলোতে কুইক সুইচ করতে পারবে। তবে যত কিছুই হোক- একটা জিনিস কাজে লাগবে সেটা হচ্ছে- প্রোগ্রামিং। যদিও এখন আমরা যেসব কোডিং করি তার বেশিরভাগই ব্লক ব্লক মডিউল হিসেবে অটো জেনারেট হয়ে যাবে। সাথে সাথে কোডিং এর পরিধি অনেক বেড়ে যাবে। এখনকার প্রোগ্রামারদের মধ্যে যারা কন্টিনিউয়াস স্কিল আপডেট করবে, তারা অনেক আর্ন করবে। বাকিরা বেকার হয়ে যাবে

-------------------------------------

Story Collected By -