
তুমি যতোই ক ফাউন্ডেশনে গিয়ে ঘুমাও বা শয়তানের পেছন পেছন ঘোরো তোমার কোন লাভ নেই।
কারণ তোমার কোন কোয়ালিটি নাই। তুমি Prime কে লিখো Prem বা Police কে লিখো Pulece ।
হয়তো তোমার কাছে ধানমন্ডি হলো ডানমন্ডি। কিংবা তুমি একগুচ্ছ সংখ্যাকে শূণ্য দিয়ে গুণ করে বের করো
একটি নতুন সংখ্যা যার নাম শূণ্যতক! তোমার অসাধারণ মাথা দিয়ে বের হয় ১০০ এর ৫% ২৫।
শুধু তাই নয়, তোমাকে যখন কেউ নাম জিজ্ঞাসা করে তখন তুমি বলতে পারো না ।
তুমি ফিস ফিস করে বল - স্যার, চারটে অপশন দেন। আমি টিক দেই।
তো, তোমার মধ্যে অনেকে অনেক সম্ভাবনা দেখে ।
অনেকে তোমাকে তুলনা করে আইনস্টাইনের সঙ্গে কারণ আইনস্টাইন ক্লাসের ফার্স্ট বয় ছিলেন না ।
অনেকে ভাবে তুমি বড় হয়ে হবা আলভা এডিসন কারণ তুমি ডিমের ঝুড়িতে তা দাও।
অনেকেই তোমার ফেসবুকিং ক্ষমতা দেখে বিস্ময়ে তব্দা খেয়ে যায় । এতো নিখুঁতভাবে কেমন করে লাইক, হাহা রিএ্যক্ট দেওয়া যায়, কীভাবে ১৭০০ গ্রুপে এড থাকা যায়, কীভাবে ক্লাসের ফাঁকেও কমেন্ট, শেয়ার দেওয়া যায়।
তুমি ভাবো, তারাও ভাবে একদিন তুমি হবে বিশাল একটা কিছু।
শিল্পী মৃণাল সেন তোমারও মূর্তি বানাবে যেটাতে কোন গলা থাকবে না, ঘাড়ের ওপর তোমার মাথা বসিয়ে দেওয়া হবে।
তুমি এসব শুনে আহ্লাদিত হও, নতুন উদ্যেমে ডেটা কিনে ফেসবুকিং করো, প্র্যাঙ্ক ভিডিও বানাও।
কিন্তু, খুব পরিস্কার করে এই বইতে লিখা হয়েছে - তুমি একটা আবর্জনা।
তোমারে দিয়ে কিচ্ছু হবে না।

Story Collected By -
