Skip to main content

ঘুম ঘুম ভাব নিয়ে জেগে থাকা হয় আরো কিছুকাল ...





এক অগোছালো জগতে অনুভূতি রা প্রজাপতি হয়ে উড়াউড়ি করে ..

আমি কখনো ইগল হয়ে ধাওয়া করি তার পিছু,,
কখনো বা রঙধনু হয়ে তার পাশে রঙ ছিটাই ..
কখনো বা গানের সুর মিলাই বেসুরো গলায়.. .
টুপটাপ শিশির ঝরে পড়ে,
আমি তার শব্দ শুনি ,,
ঘুম ঘুম ভাব নিয়ে জেগে থাকা হয় আরো কিছুকাল । । ।


by- kobi
26-02-2019