Skip to main content

বিরক্তি কর কাজের একটি ...




নিজের বিরক্তি লাগা কিছু জিনিশ ভাবছিলা শেয়ার করবো । 
ফেইসবুকের স্টোরি তে শেয়ার করে দিলাম গত রাতে (২৬-০৩-২০২০) 
যখন ঠিক ঐ সিচুয়েশন টার ই মুখোমুখি হয়েছিলাম । 
এখন ভাবলাম ব্লগে লিখে রাখি । কিন্তু লিখতে গিয়ে অলসতা ভর করেছে । 
তাই স্ক্রিন শট দিয়েই পোস্ট দিয়ে দিলাম ।