Skip to main content

আমি আমার আমি কে ছুইতে পারি নাই ....


কেন যেনো মনে হয় আমি আমার আমি কে ছুইতে পারি নাই,
একটু ধরিয়া দেখিতে যাই নাই,
জানার কিছু চেষ্টাও করিয়া দেখি নাই 😴
আমার সকল আগ্রহ আর ইচ্ছা থেকে গেছে গণ্ডীর বাইরে
সবসময়ই অন্য কারো সীমানায় আবদ্ধ।
কি আশ্চর্য কথা..!
মাঝে মাঝে এ ও ভাবি নিজেকে নিজের সম্বল করিয়া
হামাগুড়ি থেকে হাটি হাটি পা পা করা না হলেও 
অন্যের সম্বল বস্তাবন্দি করিয়া অনায়াসেই পেরুনো হয়েছে বহু পথ ।
আমি রয়ে গেছি চুপচাপ ,
যেনো ঘাসের ডগায় নুইয়ে পড়া শিশির ,
যেনো নরম রোদে সদ্য মুখ তোলা অঙ্কুর ,
যেনো শত সহস্র জাহাজের ভিড়ে
বেমানান অনুগত ডিঙি নৌকো ...
কি এক অদ্ভুত ব্যাকরণে
কারণে অকারণে
আমার আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যায় সব ।
সব জড়িয়ে যায় ।
কেউ একজন আমার আমি কে
ছাড়িয়ে নিয়ে যায়
আমার থেকে দূরে
বহু দূরে ।।

-১৩/০৮/২০১৯
-কবি