.
আমাকে কেউ একজন বললো,
"ভালো মানুষের ভাত নাই ভাই দুনিয়ায়,তাই ভালোগিরি ছাইড়া দিছি......(লম্বা লেকচার)।
তার সবকিছু শুনে আমি বললাম,
"ঠিক ই বলেছেন, আপনি খারাপ হয়ে যে ভাত খাবেন অন্যদিকে ভালো মানুষ টাও যদি ঠিক একই চালের ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে..!
তাহলে তো সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনই প্রয়োজন ছিলো না..!
এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যায় ।
ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসবে। যেখানে একটা ছোট্ট সেমিকোলনের জন্য পুরো সফটওয়্যার ক্র্যাশ করে সেখানে আপনাদের কৃতকর্মের ফলাফল অবশ্যই ভিন্ন হবে।
খোজ নিয়ে দেখুন , আপনার ভালো থাকা বন্ধু টি চুপিচুপি মাংস পোলাও খাচ্ছে যেখানে আপনি ভাত খেতে পেরে নিজেকে রাজা ভেবে বসে আছেন..!
তাই আমিও আপনার সাথে সুরে সুর মিলিয়ে বলতে পারি, সত্যি ই ভাই,,দুনিয়াতে আজকাল ভালো মানুষ এর ভাত নাই... "
আমাকে কেউ একজন বললো,
"ভালো মানুষের ভাত নাই ভাই দুনিয়ায়,তাই ভালোগিরি ছাইড়া দিছি......(লম্বা লেকচার)।
তার সবকিছু শুনে আমি বললাম,
"ঠিক ই বলেছেন, আপনি খারাপ হয়ে যে ভাত খাবেন অন্যদিকে ভালো মানুষ টাও যদি ঠিক একই চালের ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে..!
তাহলে তো সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনই প্রয়োজন ছিলো না..!
এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যায় ।
ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসবে। যেখানে একটা ছোট্ট সেমিকোলনের জন্য পুরো সফটওয়্যার ক্র্যাশ করে সেখানে আপনাদের কৃতকর্মের ফলাফল অবশ্যই ভিন্ন হবে।
খোজ নিয়ে দেখুন , আপনার ভালো থাকা বন্ধু টি চুপিচুপি মাংস পোলাও খাচ্ছে যেখানে আপনি ভাত খেতে পেরে নিজেকে রাজা ভেবে বসে আছেন..!
তাই আমিও আপনার সাথে সুরে সুর মিলিয়ে বলতে পারি, সত্যি ই ভাই,,দুনিয়াতে আজকাল ভালো মানুষ এর ভাত নাই... "
-জীবন থেকে নেয়া