Skip to main content

GoodBye 2019


.
একটু পরেই নতুন দশকের শুরু ।
হঠাত খেয়াল হলো চলে যাওয়া দশক নিয়ে কিছু লিখি ।
লেখালেখির অভ্যাস বহু পুরনো । আগে ডায়েরী লিখতাম ,
তারপরে সময়ের প্রয়োজনে চারকোণা স্ক্রিনে লেখালেখি শুরু হলো । ব্লগে টুকি টাকি লিখতাম । তারপরে আরো ব্যস্ত হলাম , ব্লগে যাওয়া হয় না । ফেসবুকেই লিখে প্রাইভেসি দিয়ে রাখতাম । আর এখন অনেক কিছু লিখবো বলেও বসা হয় না , কিংবা বসলেও ২/৩ লাইন লিখে আবার ব্যাকস্পেস দিয়ে কেটে দিই । বার বার মনে হয় পারফেক্ট হচ্ছে না । পারফেকশন এর পিছনে ঘুরতে ঘুরতে অনেক কথা হারিয়ে যায় , হারিয়ে গেছে , হারিয়ে যাবে । জীবনের শেষ দিকে যদি অবসর পাওয়া যায় তখন হারিয়ে যাওয়া কথা গুলো কে খুঁজবো । কল্পনার রাজ্যের কোনো এক ফাক ফোকড় দিয়েও যদি তারা ধরা দেয় আমি তাদের নিয়ে উপন্যাস লিখতে বসবো । এখন হারিয়ে যাওয়ার পথে আছে যে দশক তাকে নিয়ে কিছু লিখি ।।
-
জীবনে কিছু লক্ষনীয় পরিবর্তন এসেছে এই দশকে..
বলা যেতে পারে প্রকৃতি আমার ভার্সন আপডেট করার চেষ্টা করেছে এবং সফল ও হয়েছে অনেকাংশে...
সেই সাথে নতুন কিছু ফিচার ও এসেছে এই আপডেটে।
যেমন কিছু জিনিস পয়েন্ট আউট করা যায় -
-
# কোনো পরিস্থিতি তেই আর হতাশ হই না..
পরিস্থিতি নিয়ে রিয়েক্ট করার সময় টা চলে গেছে, সেখানে চলে এসেছে নির্লিপ্ততা ।
অত্যাধিক আনন্দে যেই মুড,অত্যাধিক কষ্টেও একই মুড
(এখন অবশ্য কষ্ট পাওয়ার ও সময় নেই, ব্যস্ততা বেড়েছে, কষ্ট কে অনুভব করার জন্য সময় এর প্রয়োজন । আজকাল সময় কে খুব দামি মনে হয় তাই আন প্রডাক্টিভ কাজে তা ব্যয় করার ইচ্ছে জাগে না) |
-
## রাগ - ক্ষোভ খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি।
হুটহাট রেগে গিয়ে কাউকে কিছু বলে ফেলা,কিছু একটা করে ফেলা.. এটা আর হয় না।
সেক্ষেত্রে রাগ এর অবজেক্ট স্কিপ করে যাই।
-
## নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছি। একাকীত্বের আনন্দ মানুষের ভীড়ে পাওয়া সম্ভব নয়। একাকীত্বের মাঝে নিজের উপর যতটা ফোকাস করা সম্ভব ভীড়ের মাঝে সেটা কখনোই সম্ভব নয়(অন্তত আমার ক্ষেত্রে) |
## মানুষ কে তার ভুলের জন্য অবলীলায় ক্ষমা করে দেই। কিন্তু ভুলি না কিছুই।
ক্ষমা করার মতো মহৎ একটা গুন নিজের সীমানায় এসেছে ভেবে কিছুটা হলেও মানুষিক শান্তি পাই।
-
## বুঝতে শিখেছি,পৃথিবীর সবাই ই আমার কাছে কিছু না কিছু প্রত্যাশা করে।
সবাই ই চায় সবার জীবনে আমি যেনো কিছু ভ্যালু ক্রিয়েট করি কিন্তু শুধু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে কেউ আমাকে চায় না ।
যেমন টা রবীন্দ্রনাথ বলেছেন ----
" ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী "
বাস্তবতা আসলে এটাই যার ফসলে সোনার তরী ভরে যায় তার জায়গা হয় না সেখানে । সবার এক্সপেকটেশন সেই ফসল পর্যন্তই ...

31-12-2019
09-11pm