Skip to main content

ডেসিমেল নাম্বার এ দশমিক এর পরে ২ ঘর পর্যন্ত নাম্বার প্রিন্ট করবো কীভাবে ? Printing 2 digits after decimal point in c++



সময় বিকেল ৫টা ,৩৫ 
আজ ৩১/০৭/২০১৯ 

একটু আগে একটা প্রব্লেম সল্ভ করলাম ,অবাক করা ব্যাপার হলো প্রথম সাবমিশন এই এক্সেপ্টেড ! 

তবে যে কারণে এখানে লিখতে বসলাম সেটা হলো ,আজকে নতুন একটা জিনিস শিখলাম । 
শুনতে হাস্যকর লাগতে পারে কিন্তু বাস্তবতা এটাই । 
এই প্রব্লেম টা সল্ভ করতে গিয়ে আমি এটা শিখলাম । 
আগে এটা সল্ভ করতাম সি এর জিনিস ইউজ করে । এবারো করা যেতো । কিন্তু এবার ভাবলাম 
কোড করছি সি প্লাস প্লাস এ তাই উচিত হলো সব কিছু সি প্লাস প্লাস এর ই ইউজ করা । 


আমরা আউট পুটে দশমিক সংখ্যা দেখানোর পরে ,দশমিকের পরে  কত ঘর পর্যন্ত দেখাবে সেটা অনেক প্রব্লেম এই বলে দেয়া থাকে । 
সি তে আমরা দশমিক এর পরে ২ ঘর পর্যন্ত দেখানোর জন্য আমরা ইউজ করেছি ...

আর সি প্লাস প্লাসে এটা করার জন্য হেডার ফাইল ইনক্লুড করতে হবে ...#include<iomanip>
আর লিখতে হবে ...


আচ্ছা একটা স্যাম্পল প্রোগ্রাম দেখাই 

output:


এখানে ২ দেয়া হয়েছে তাই ২ঘর পর্যন্ত দেখা গেছে , মন চাইলে ৩,৪,৫,৬ যা ইচ্ছা দেয়া যাবে ।
-------------------------------------

Written By -