Skip to main content

যা বোঝার কথা সেটাই শুধু সীমানার বাইরে থেকে যায়

.
তখন অনেক রাত,প্রায় ৩টা বাজে ...
হঠাত ঘুম ভেঙে যায় । কিংবা ঘুম ই আসে নি ।।

ঘুম ঘুম ভাব নিয়ে পড়ে থাকা হয়েছিলো কিছু যুগ তারপর হঠাত ঘড়ির দিকে চোখ যায় ,
দেখি রাত ৩টা বাজে । অনেক গুলা ঘুমহীন রাতের সঙ্গে আরো একটি রাত যোগ হতে যাচ্ছে ভাবে আনন্দ হয় আমার ।
আস্তে আস্তে নিশাচর হয়ে যাচ্ছি । আনন্দ কে উদযাপন করা দরকার ।
আমি কড়া করে এক মগ ব্ল্যাক কফি বানায়ে নিয়ে ছাদে গিয়ে দাড়াই ।

কোথা থেকে হঠাত ঠান্ডা বাতাস এসে লাগে ...ভেতর টা হিম করে দেয় আমার ।
সে হিম করা বাতাস ছড়িয়ে যায় আমার শিরা থেকে উপশিরায় ।
কেমন যেনো এক শূন্যতায় ডুবে যাই । সেই শূন্যতা আড়াল করতে পাগলের মতো কফি গিলি ...চুক চুক শব্দ হয় ।
নিজের অস্তিত্বকে কেমন যেনো অপরিচিত লাগে । হঠাত দূরে কোথাও কান্নার শব্দ শোনা যায় ।।
কেউ ডুকরে ডুকরে কাদছে ।
আমি কান পেতে শোনার চেষ্টা করি । হঠাত তা মিলিয়ে যায় ,

আমি হাসির শব্দ শুনি ।
কেউ একজন হাসছে । অসম্ভব সুন্দর সে হাসি ।

আমি সেই হাসি আর কান পেতে শোনার চেষ্টা করি না ।
হয়তো চেষ্টা করতে গেলেই তা মিলিয়ে যাবে ,
তার চাইতে এভাবেই শোনা যাক। প্রকৃতিতে কোনো কিছুইতেই বেশি আগ্রহ দেখাতে নেই । আগ্রহ দেখালেই বিপত্তি । আমি নির্লিপ্ত ভঙ্গিতে এপাশ থেকে ওপাশ পর্যন্ত হাটতে থাকি ।

হাসির শব্দ এখনো কানে আসছে ...।
একসময় কফি শেষ হয়ে যায়,তখনো সেই হাসি হারিয়ে যায় না ।।
হাসির উৎস জানতে প্রবল আগ্রহ জন্মায় মনে ,আমার আর জানা হয় না ।
এদিকে পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের আলোর অংশের দিকে আগিয়ে চলে ।
সকালের অপেক্ষায় ঘুমিয়ে থাকা পাখিগুলার আড়মোড়া ভাঙে ,
আমি স্পষ্ট বুঝতে পারি। যা বোঝার কথা সেটাই শুধু সীমানার বাইরে থেকে যায় ,

আমার ইচ্ছারা ডানা ঝাপটায় ,.




Nov-27-2018