Skip to main content

খন্ড কথা -০১

.
মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি জানো ?

কি ?

যা ইচ্ছা তাই ই করা যায় না

কেন অনেকেই তো করে দেখি !

যারা করে ওরা তো মানুষ এর দলে পড়ে না !

অহহ আচ্ছা । বুঝলাম ।
তাহলে তুমি কি করতে চাওয়ার কথা বুঝালে ?

এই যে মনে করো চাইলেই কারো সাথে ঝগড়া বাধিয়ে দেয়া যায় না ,
অপমান অপদস্ত করা যায় না । আরো কত কি...!
সব কিছু এখন বলতেও ইচ্ছা হচ্ছে না ।


হুম বুঝা গেলো ।


হাহাহাহাহা... তুমি না বুঝলেও আমার কোনো দুঃখ নেই ।
পৃথিবী তে কেউ কাউকে বুঝবে না,জানবে না,চিনবে না ,শুনবে না ।
যা কিছু হবে সব ই সময়ের প্রয়োজনে হবে । মায়া মায়া ভাব নিয়ে গোধুলীর ধুম্র আলোছায়ায়
বেচে থাকায় হয় আরো কিছু কাল কিংবা শতাব্দী । পরিচিত মুখে অপরিচিত আলোয় ঢাকা পড়ে যাবে কতকথা !
দূরে দূরে গিয়েও কাছে কাছে থেকে বারংবার কষ্ট কে নাড়িয়ে দিয়ে মেঘমালার অনুনয়ে বৃষ্টির ফুল হয়ে অবেলায় ঝরে যাওয়ার নীতি তেই সবাই অবিচল ।

এটাই নিয়ম ।
বিদায় ...।