*
মানুষ মিথ্যে শুনে তা বিশ্বাস করে বাচতে পছন্দ করে
কারণ মিথ্যে সবসময়ই সুখকর কিছু হয়..!
তিক্ত সত্যির চাইতে মধুরতম মিথ্যার প্রতি
মানব জাতির আগ্রহ বেশি।
সত্য নিয়ে ঘাটাঘাটি খুব কমই করা হয়।
আমি যেমন কখনোই
*ভালো কিছু কেন "ভালো"
তার রহস্য খুজতে যাই না..!
রহস্য খুজতে গেলেই যত বিপত্তি..!
অতিরিক্ত কৌতুহল ভালো কিছু
বয়ে আনে না কখনও..
কৌতুহল হীন জীবেরা
অনেক শান্তিতে তাদের জীবন যাপন করে।
দরজার ওপাশে কে আছে
এতে তাদের কোনো মাথা ব্যথা নেই.!
দরজার ওপাশে বিপদ দাঁড়িয়ে আছে
জানলে দরজার এপাশে তাদের বসবাস টা
সুখকর হতো না অবশ্যই .!
সুখী হওয়া টাই কি জীবনের লক্ষ্য..!
মাঝে মাঝে মনে হয়তো তাই,
আবার মাঝে মাঝে মনে হয় না,
আছে অন্য কিছু ধরাছোঁয়ার আড়ালে..!
লজিক থাকলে এন্টি লজিক থাকবেই।
ভালোর মাঝে হঠাৎই খারাপ কিছু পাওয়ার চাইতে
খারাপের মধ্য দিয়ে ভালোর মাঝে পৌছানো
কি অধিক যুক্তিযুক্ত নয়..!
লাল বালব এর ভেতর এর টাংগস্টেন তার
প্রথমেই আলো ছড়ায় না..
প্রথমে নিজে জলে উত্তপ্ত হয়,
পরেই বিকিরণ শুরু করে..
কেন্দ্রে প্রোটন কে রেখে
ইলেকট্রন তার চারপাশে ঘুরাঘুরি করার
কি দরকার টা ছিলো..?
ইলেকট্রন কে কেন্দ্রে রেখে
প্রোটন তার কক্ষপথে ঘুরতেই পারতো..!
জগতের সব কিছুই এমন,
নেগেটিভ স্টেজ গুলা প্রথমেই থাকে..
পজিটিভ থাকে পর্দার আড়ালে আবডালে.!