Skip to main content

দিন গুলো কি আর আসবে তবে , রাত পেরিয়ে ভোরে ?? সব কিছু কি ইচ্ছা মতোই , চাইছি যেমন করে ???

*
        সময় যায় না ,
        বদলায় না ,
        মাঝে মাঝে মনে হয় 
        আটকে আছে 
        আটকে গেছে 
        কেউ তাকে আটকে দিয়েছে 
        সযত্নে ! 
        আমি চুপ চাপ যেনো 
        ঘাসের ডগায় নুইয়ে পড়া শিশির !!! 
        অপেক্ষা সূর্যের আলোর ...
        এক ফুটো বাষ্পে মিলিয়ে যাওয়ার !
        আকাশে উড়াল দেয়ার প্রতীক্ষায় !


        উড়াল দিয়ে হারিয়ে যাবো 
        এমন ভাবাও পাপ 
        হারিয়ে যেতে আসিনি তো ! 
        ছড়াতে এসেছি তাপ ।। 

        কাজ গুলো সব হয় করা আজ 
        সযত্নেই ! 
        আড়ালে আবডালে আর নেই যে কিছুই !!!!
        যত্ন করে ভেঙ্গে দেয়া 
        লাউয়ের ডগা / কলমি শাঁক 
        দিন দুপুরেই ভাঙছি কত ! 
        করছি না তো রাখ ঢাক ?? 
       
        যত্ন গুলোই 
        রত্ন হয়ে 
        জেগে থাকুক অমলিন 
        দেখা হলে বলবো সবই
        যদি তা হয় কোনো দিন ।। 

        দিন গুলো কি আর আসবে তবে 
        রাত পেরিয়ে ভোরে ??

        সব কিছু কি ইচ্ছা মতোই 
        চাইছি যেমন করে ???
       



07-05-2019