Skip to main content

তবুও যেনো ...

*
        
        জন্ম জন্ম জন্মান্তরে 
        হাত না রেখেও বলতে পারি 
        খুব একটা ক্ষতি হবে না 
        আমার সাথে করলে আড়ি !

        তোমার কাছে "সত্যি" আছে 
        "মিথ্যে" আছে বলার মতো 
        আমার স্রেফ তুমি ই আছো 
        মুক্তি দেই আবেগ যতো ...

        তবুও যেনো ...

        তবুও যেনো ...

        ঘুব গোপনে রাখবো তোমায় 
        নাম না নিয়ে ডাকবো তোমায়
        সব প্রত্যাশা নিভে গেলেও 
        কলম আঁচড়ে খুঁজবো তোমায় !!! 

        উত্তর টা দারুণ সহজ 
        প্রশ্ন কিন্তু ভীষণ কঠিন ,
        বিবাহিত সুখ আগলে রেখো 
        পোড়াতে পারে এই নিকোটিন ।।
        
       




08-05-2019