*
(তাহমিদ রাফি ভাই) 08-05-2019
হারিয়ে যাওয়া রাতের যত হারিয়ে যাওয়া কালো.. হারিয়ে যাওয়া স্বপ্নে দেখা হারিয়ে যাওয়া আলো.. হারিয়ে যাওয়া অন্ধকারে হারিয়ে যাওয়া ভুল হারিয়ে যাওয়া মনের কোণে ভালোবাসার ফুল .. হারিয়ে যাওয়া গাছের ডালে হারিয়ে যাওয়া পাতা হারিয়ে যাওয়া কলম দানি হারিয়ে যাওয়া খাতা.. হারিয়ে যাওয়া প্রিয় মানুষ হারিয়ে যাওয়া ভীড়ে হারানো সেই বটের ছায়া হারা নদীর তীরে.. হারিয়ে যাওয়া দুঃখ যতো হারিয়ে যাওয়া সুখ হারিয়ে যাওয়া মিষ্টি হাসির হারানো সেই মুখ..! হারিয়ে যাওয়া দু'চোখ জুড়ে হারিয়ে যাওয়া ছবি হারিয়ে যাওয়া পৃথিবীতে হারিয়ে গেছে সবই ||
(তাহমিদ রাফি ভাই) 08-05-2019