Skip to main content

চলতে পথে নিশুতিরাতে কেউ কেউ শুধু নীরবতা.....!!!

*
    থাকতে তোমায় কে বলেছে 
    শূন্যে তুমি মিলিয়ে যাও 
    পিছন থেকে কেউ ডাকে নি 
    বাইতে তোমায় আমার নাও..! 
    
    কেউ ডাকে নি 
    কেউ শুনে নি 
    কেউ জানে নি 
    কারো কথা 
    চলতে পথে 
    নিশুতিরাতে 
    কেউ কেউ শুধু নীরবতা.....!!! 
    
    একলা একাই চলছিল তো 
    যাচ্ছিল দিন বেশ 
    মাঝে কিছু চেনা জানা 
    হলো নিরুদ্দেশ..! 
    
    চেনা জানা মুখগুলি সব 
    ধুলির ঝড়ে এসে 
    ইচ্ছে মতোই হারিয়ে যায় 
    যখন বেলা শেষে.. 
    আমি তবু স্থির থেকে যাই 
    আপন মনে বৈঠা চালাই 
    থাকি একা ভেসে..! 
    
    পথ যে বহু রয়ে গেছে 
    দিতে হবে পাড়ি 
    স্বপ্নেরা সব করছে আমার 
    শূন্যে উড়াউড়ি..!
    
    পেছন ফিরে তাকানোর 
    নেই অবকাশ আর 
    হিসাবনিকাশ তুমিই কষো 
    তুমি কে বা কার..??? 
    
    আকাশ জুড়ে মেঘে মেঘে 
    মন খারাপের দিন টা আনে 
    কেউ কি তাকে বললো ডেকে 
    কারণ কিবা সে ই জানে..!
    
    


    
11-05-2019